Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এক মহাকাল

লিখেছেন: ঘাস ফড়িং | তারিখ: ১৫/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1696বার পড়া হয়েছে।

জানিস?
নিশ্চই একদিন সময় হবে
তোর ঠোটের দেয়ালে আড্ডা জমাব
আমার আবেগময় ঠোট।
হয়তো তা হবে কোন এক রাত-দুপুর।

সেদিন অকারনে ঘেমে যাবো।
সুপ্ত, শীতল স্নান চাইবো,
তুর নগ্ন হাত আমার মাস্তুল
স্পর্সের ছোঁয়া রাখতে চাইবে অহরহ।

তারপর চুপ করে ডুবে যাবো,
তুর নিবীর, পাখির নীড়ের মত-
কাজল কালো আঁখির তলে।
সেও হবে এক মহাকাল,
সেদিন খবর থাকবেনা জগত নশ্বর।

১,৬৭৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
I'm one of between you and he.
সর্বমোট পোস্ট: ১১৯ টি
সর্বমোট মন্তব্য: ৯৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৮ ১৩:১৯:৫৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    তুর কী ভাই?

  2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    ভাই, আজকাল চুম্বন নিয়ে আজকাল অনেকেই লেখালেখি করছে।

    আপনার লেখাটাও ভালো লাগলো।

    আমার একটি কবিতার চরন এমন___

    বিধি তোমার তোমার ঐ
    হাতে রাখবো আমি
    হাত

    তাইতো আমি চুমে যাবো
    হাজরে
    আসওয়াত।

  3. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

    অসাধারন মান পেয়েছে কবিতায়।

  4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    বেশ বেশ
    ভালই লাগল

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    বাব্বা শেষ পর্যন্ত এমন কবিতাও লিখে ফেললে

    ভাল লাগল কবিতা লিখে যাও অবিরত

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top