Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ছিন্ন সুতোয় ভিন্ন ফুলে – ৪

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ১৬/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1232বার পড়া হয়েছে।

———————-
রানী হলো নষ্ট
রাজা পেলো কষ্ট
রাজার কষ্ট
প্রজার কষ্ট
রাজ্য হলো নষ্ট ।
————————–

১,৩৭৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

২২ টি মন্তব্য

  1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    রাজার কষ্ট নেই ,আরেক জন খুঁজে নিবে হা …হা .,হা …

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর

  3. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    চমৎকার…এক জনে নষ্ট করে সবে দুঃখ পায়….

  4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    বড় ছোট,জমাট বাঁধার আগেই শেষ হয়ে যায়।

  5. শ্যাম পুলক মন্তব্যে বলেছেন:

    সুন্দর।

  6. তৌফিক মাসুদ মন্তব্যে বলেছেন:

    দারুন লাগল

  7. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

    অসাধারণ কবিতা।

  8. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    তাই নাকি ?
    ধন্যবাদ।

  9. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

    রাজা,রাণীরা নষ্ট হয়
    প্রজারা কষ্ট পায়।

  10. আরজু মন্তব্যে বলেছেন:

    ওহ এত মজার কবিতা
    আমি খুজতেছি আপনার কালকের কবিতা টা কমেন্টস করার জন্য
    রূপ ধুয়ে জল খাব কি
    ওরে রূপসী
    আল্লাহ জানে এ রচনা করে নিয়ে আপন সহধর্মিনী নিয়ে নয় তো ?

    কেননা কালকে আমার হাসব্যান্ড ও আপনার এ কবিতা টা পড়ে আমার উপর এপ্লাই করলো।
    ঘরের কোনে ময়লা দেখালো বলল লিখা লিখি বন্ধ কর

    তারপর আবৃত্তি করলো

    তোর্ বিদ্যা দিয়ে কি
    জল খাব রে ওরে বিদুষী

    আর তোর্ রূপ নিয়ে করব কিরে
    ওরে রূপসী

    বুজলেন এই অবস্থা

  11. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    তাই নাকি?

    তাহলে বুঝা যায়
    আপনি যেমন রূপসী
    তেমন বিদুষী,

    সোনায় সোহাগা যাকে বলে।

    মজা পেলাম, ভাল থাকুন।

  12. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    পর্ব কবিতা ভাল লাগল।

  13. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    আপনাকে অনেক ধন্যবাদ আমির ভাই।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top