Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জটিল ধারাপাত

লিখেছেন: তুষার আহসান | তারিখ: ২৫/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1411বার পড়া হয়েছে।

সোজা পথের পথিক কেন

উল্টো পথে হাঁটে?

দিনমজুরের স্বপ্ন-বেলুন

ধপাস করে ফাটে?

 

মাটির মেঝেয় শয্যা কারো

বালিশ-কাঁথায় ঘাম,

এসি ঘরে ঘুমিয়ে করে

জীবনের বদনাম।

 

সুখ-সাঁজালির পায়েস-পিঠা

অরুচিকর খাদ্য,

মন কারো নয় হাতে ধরা

ডুগডুগি বাদ্য।

 

 

ভুল ঋতুতে পেখম তুলে

ময়ূর কখন নাচে,

ধুকপকুনির অংক কষে

যখন মানুষ বাঁচে।

 

 

নামতা কষা জীবন জুড়ে

জটিল ধারাপাত,

বেঁচেও কেউ মরে থাকে

সোজা হয়েও কাৎ।

 

১,৪৬২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি পশ্চিমবঙ্গ,ভারবর্ষের মানুষ। ছোট বেলা থেকেই লেখালেখি করি। দৈনিক আনন্দবাহজার সহ বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশ পায়। ইন্টারনেটের নেশা এখন এমন ভাবে ধরেছে, ব্লগ ছাড়া আর কোথাও লিখতে ইচ্ছে করে না।
সর্বমোট পোস্ট: ৫১ টি
সর্বমোট মন্তব্য: ৮৪২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-১০ ১২:৪৪:৪৯ মিনিটে
Visit তুষার আহসান Website.
banner

৮ টি মন্তব্য

  1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    চমৎকার ছড়ার হাত।
    জীবনের বাস্তবতা ও উঠে এসেছে,

    অনেক ভাল লাগা ।

  2. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    সুন্দর,ভাবময় কবিতা।

  3. বৈশাখী ঝড় মন্তব্যে বলেছেন:

    বাস্তবতার ছোঁয়া আছে আপানার কবিতায় । ভাল লাগা জানাই

  4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    সোজা পথের পথিক কেন

    উল্টো পথে হাঁটে?

    দিনমজুরের স্বপ্ন-বেলুন

    ধপাস করে ফাটে?
    ______________________
    বাস্তব কথা।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top