Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জমির “খতিয়ান ভুল সংশোধন” করবেন কিভাবে?

লিখেছেন: ড. মাহফুজ পারভেজ: | তারিখ: ০৪/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1429বার পড়া হয়েছে।

উপজেলা ভূমি অফিসে প্রথমে নির্ধারিত ফরমে ৫ টাকার কোর্ট ফি সংযুক্ত করে আবেদন করতে হবে।

আবেদন প্রাপ্তির পর দখল এবং রেকর্ড সংক্রান্তপ্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়।

ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ প্রদানক্রমে শুনানি গ্রহণ ও দাখিলিয় কাগজপত্রাদি বিবেচনায় কোন আপত্তি না থাকলে খতিয়ানের করণিক ভুল সংশোধনের আদেশ দেয়া হয়।

1

আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে পেশ করেন এবং কানুনগো প্রয়োজনীয় রেকর্ড সংশোধন করেন।

সময়: সাধারণত ২৫-৩০ দিন।

ফি: আবেদনে ৫/- টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়

যোগাযোগ: উপজেলা ভূমি অফিসের সহঃ কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট সহকারী

প্রয়োজনীয় কাগজপত্র

১। সংশ্লিষ্ট সর্বশেষ নামজারি, এসএ, বিএস, সিএস খতিয়ানের ফটোকপি/ সার্টিফাইড কপি

২। সংশ্লিষ্ট মৌজার এসএ ও বিএস মৌজা ম্যাপ

৩। ওয়ারিশ সনদপত্র ((প্রযোজ্য ক্ষেত্রে) [অনধিক ০৩ মাসের মধ্যে ইস্যুকৃত]

৪। মূল দলিলের ফটোকপি/ সার্টিফাইড কপি( প্রযোজ্য ক্ষেত্রে)

৫। সর্বশেষ জরিপের পর থেকে বায়া/পিট দলিল(প্রযোজ্য ক্ষেত্রে)

৬। ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা

৭। আদালতের রায়/আদেশ/ডিক্রির সার্টিফাইড কপি

৮। আদালতের রায়/আদেশ/ডিক্রি থাকলে আরজির সার্টিফাইড কপি

৯। বিএস জরিপের মাঠপর্চা, ডিপি খতিয়ান ইত্যাদি

শর্তাবলী
আবেদন করতে হবে

জমির মালিকানার কাগজ ও দখল থাকতে হবে

আইন ও বিধি

১. এসএ এ্যান্ড টিএ্যাক্ট ১৯৫০

২. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০

৩. ভূমি মন্ত্রণালয়ের ০২/০৯/২০১৪ তারিখের ৩১.০০.০০০০.০৪২.৬৭.০৩১.১১.৫৮৫ নং পরিপত্র

১,৩৯০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
অধ্যাপক, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সর্বমোট পোস্ট: ২০ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-২৯ ১১:০৬:২৭ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    বেশ ভালো তথ্য জানা হল । তারপরেও কিন্তু জমি বিষয়ে আরো অনেক কিছুই জানা নেই আমার !
    দেখি ভবিষ্যতে এই জ্ঞান কাজে লাগানো যায় কি না !
    সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ।

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    পোস্টটি নিশ্চয় কারো উপকারে আসবে।
    সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

  3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভাই এই জামেলাই আছি দীর্ঘ দিন
    কি করি কি যে করি
    ভেবে না পাই
    আর ভুমি অফিসে গেলে
    ডাইনে টাকা খুজে বামে টাকা খুজেঁ
    কি যে কষ্ট আছি
    পিয়ন রা ও অনেক বড় অফিসার হয়ে যায়

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    জমি বিষয়ে কিছুই বুঝি না

    ধন্যবা শেয়ারের জন্য

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top