নোটিশ
জাগরণের কবিতা
এই লেখাটি ইতিমধ্যে 1555বার পড়া হয়েছে।
জাগো বাহে কুনঠে সবাই…………..
ঐ শোন দূর থেকে দৃপ্ত কণ্ঠ আসছে ভেসে
বসে থাকার মতো পর্যাপ্ত সময় এখন আমার হাতে নেই।
চারদিকে আজ বুভুক্ষ মানুষের মিছিল, রক্তে রঞ্জিত পিচঢালা পথ
সন্তান হারানো মায়ের কান্নায় ভারি হয়ে ওঠে বাংলার আকাশ
তারপরেও পিপাসা মেটে না রাক্ষুসী শকুনের
আরও তাজা রক্তের আশায় তারা তিক্ষ্ন দৃষ্টি দেয় নাদুস-নুসুদ
হয়ে বসে থাকা বোবা বাচ্চাটির দিকে।
জাগো বাহে কুনঠে সবাই…………..
জাগো বাঙ্গালী জাগো, ঘুমানোর সময় আর নেই
অধিকার কেউ কাউকে দেয় না এসো অধিকার আদায় করে নিই।
১,৫৬৩ বার পড়া হয়েছে
দেশব্যাপী একটি কালবৈশাখী ঝড় প্রয়োজন এই জরা ঝির্ণতা কেটে গিয়ে যেনো শুভ্র ও হত্যামুক্ত স্বাভাবিক রাজনীতি দেশে ফিরে আসে । ভালো লাগা রেখে গেলাম । মোবারকবাদ ।
কবিতাটি ভাল লাগল । লেখাটি পড়ে মানুষের মাঝে গন জাগড়ণ পিরে আসুক এটই কাম্য । শুভ কামনা ।ভাল থাকুন ।
দারুণ হয়েছে কবিতা
ভালো লাগলো । তবে শেষের দিকে আরো একটু মনোযোগী হওয়া দরকার ছিলো।
দারুণ লেখনী
চমৎকার উপস্থাপন।
ভাল লাগল
তারপরেও পিপাসা মেটে না রাক্ষুসী শকুনের,
আমরা কবে ঐ শকুন মুক্ত হবো!
সত্যি অধিকার আদায় করেই নিতে হয় সব খানে
দারুণ মুগ্ধ হলেম কবি
শুভ কামনা রইল
জাগো বাহে কুনঠে সবাই
আস এবার এক পতাকায় মিশে যাই।
ভাল লাগল কবিতা। শুভেচ্ছা কবিকে –