Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জীবনের উপমা খোঁজ

লিখেছেন: আলমগির সরকার লিটন | তারিখ: ১৫/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1319বার পড়া হয়েছে।

জীবনের উপমা খোঁজ

ভাবো ঘৃর্ণি মনে যদি

জীবনের উপমা খোঁজ-

একটা লাটিম কিনে আন

লাটিমের পেঁচান সুতা ধরে

টান মার-দেখবে লাটিমের

মত জীবন- ভাবো ঘৃর্ণি

মনে ইচ্ছে করলে এদিক সে

দিক নির্বিঘ্নে ঘরাতে পার।

শূণ্য বিত্তে কত না বৈচিত্রময়-

সময়ের কাঁটা উল্টে পান্টে

যে কোন দৃশ্যপট- এক

নিমিশেষে হবে স্মৃতিময়।

 

জীবনের উপমা খোঁজ-

জীবন নামের জীবন উপমা

ডাল পাতাহীন একটা গাছ-

ভিষণ চৈত্র খরায় দেয় ছায়া

বিষাদ ক্লান্তে মায়া- কখনো

বা অনুরাগ অভিমানে

তারার পাণে একলা হওয়া।

জীবন তো শচীনের ক্রিকেটব্যাট

বাউন্ডরি অভারবাউন্ডরি-

চার ছক্কা শুধু মারা-

জীবন তো গোলকার ফুটবল-

৪৪ পায়ে মাথয়ারা-ম্যারাডনার

হাতে পায়ে গোল দিওয়া।

 

নাকি লাজুক রাঙ্গা লজ্জাপতির

লাজুক পাতা-জীবন তো নয়

দাবা লেখার রাজামন্ত্রী হাতি

ঘোড়া সৈন্যবলে রাজ্য দখল

করা।জীবনের উপমা তো-সত্য

মিথ্যা ন্যায় অন্যায়ের বিরুদ্ধে

কষ্টি পাথরের দেয়াল দেওয়া-

শুধু উপমা খোঁজ না- উত্তল

স্রোত নিরবতার ভাজে ভাজে।

যখন একা নিবৃত্ত শৃণ্য ঘরে

হবে-এই তো ভাবো ঘৃর্ণি মন

জীবনের উপমা খোঁজে পাবে।

 

লেখার তারিখঃ ০৯//১৩

=====================

১,৩৯৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩ টি
সর্বমোট মন্তব্য: ১৫৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১২ ০৯:৫৬:৩৫ মিনিটে
banner

৯ টি মন্তব্য

  1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    বাহ ! চমত্‍কারভাবে জীবনের উপমার বিবরণ কবিতায় ফুটে তুলেছেন । অনেক ভাল লাগা রইল ।

  2. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

    জীবনকে যে ভাবেই দেখা যায়,
    জীবন যেন তাই-ই।

    সুন্দর তুলে ধরেছেন।

  3. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    সুন্দর লেখা, অনেক ভালো লাগা রইল

  4. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    লিটন ভাই,
    চমৎকার জীবন ঘনিষ্ঠ লেখা “দাবা লেখার (সম্ভবত খেলার হবে)রাজামন্ত্রী হাতি
    ঘোড়া সৈন্যবলে রাজ্য দখল” খুব খুব ভালো লাগলো….

  5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    বৃত্তাকার পৃথিবী নিয়ে জীবনের সুন্দর সংজ্ঞা–ভাল লেগেছে।আগেও পড়েছি লেখাটি।ধন্যবাদ।

  6. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    খুব ভাল লাগা একটা কবিতা

  7. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    দাদা আপনার কবিতা চরম হয়েছে

  8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    কবি জীবন বোধ দারুন তো

    দারুন ভাবনার প্রযাস
    শুভ কামনা
    শুভ সকাল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top