Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জীবন সঙ্গিনীর প্রতি

লিখেছেন: গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা | তারিখ: ২৪/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1739বার পড়া হয়েছে।

121671-abhay-and-surbhi-a-romantic-couple

মানুষ চাঁদে চলে গেলো
আর তুমি এখনও
স্বামী বশীকরণ তাবিজ ছাড়তে পারলে না?
কি অদ্ভুত এক জীবন সঙ্গিনী তুমি আমার।

মানুষ এখন চাঁদ শেষ করে
অন্যান্য গ্রহ উপগ্রহের দিকে ছুটছে
আর তুমি জাফরান কালি নিয়ে
দবির হুজুরের পেছনে ছুটছ।

আমি যখন কবিতা লিখে তোমাকে দেখাই
তখন তুমি বল, আমি কবিতা বুঝি না
কবিতা না বুঝলে তুমি আমাকে বুঝবে কি করে?

শোন, আর যাই হোক
স্বামী বশীকরণ তাবিজ দিয়ে ভালবাসা হয় না
ভালবাসা বুঝতে হলে মন বুঝতে হয়
আর মন বুঝতে হলে কবিতা বুঝতে হয়।
কবিকে ভালবাসতে হয় কবিতা দিয়ে
জাফরান কালির তাবিজ দিয়ে নয়।

এ সব ছেড়ে এসো
এসো আমার এই অন্তরে
দ্যাখ কত পঙক্তিমালা
হৃদয়ের অন্তঃপুরে।

পঙক্তিমালা…………
প্রেমের ভালবাসার হৃদ্যতার
আনন্দের কষ্টের শূন্যতার
পঙক্তিমালা……………
অবহেলিতের অভাগার মজলুমের
সভ্যতার অসভ্যতার সমাজের
পঙক্তিমালা…………
বিশ্বাসের মহাবিশ্বের প্রকৃতির
মানুষের জীবনের ভগবানের
এবং আরও হাজার হাজার।

তুমি নাও দুহাত ভরে তুলে নাও পঙক্তিমালা
শান্ত কর হৃদয় জুরাও তোমার অন্তরজ্বালা।
পঙক্তিমালায় তুমি পাবে কবিকে
ফিরে পাবে তুমি তোমার ভালবাসাকে।

 

 

 

১,৮৩০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমিঃ সাধারণ হতে চেষ্টা করি। ভালবাসিঃ মানুষ। শখঃ ব্লগিং এবং বই পড়া। অবাক করেঃ পৃথিবী। মনের গভীরে জমে থাকা কিছু আজগুবি প্রশ্ন আমাকে স্থির থাকতে দেয় না। তাই সামান্য কিছু লেখালিখির মাধ্যমে তা প্রকাশ করতে চেষ্টা করি মাত্র। কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেডে কাজ করছি। আমার এই নাম করণের পেছনে কাউকে হেয় করার প্রবণতা নেই বরং সকল ধর্ম-গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ২৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৬ ০৩:৩০:৩৮ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

  1. আনোয়ার জাহান ঐরি মন্তব্যে বলেছেন:

    ভাল লেগেছে।

  2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    প্রথম পাঁচ প্যারা খুব খুব অসাধারণ লাগলো….অত্যন্ত চমৎকার ভাবে কবিতার আবেগ আর কবি হৃদয়ের বাস্তবতা ফুটে উঠেছে….শেষের (পংক্তিমালা….থেকে)দিকে কেন জানি কবিতার বাড়তি সংযোজন মনে হলো…যা না হলেও কবিতার গাম্ভীর্য মোটেও ক্ষুন্ন হতো না…কবিকে ধন্যবাদ…

  3. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    ভালবাসা বুঝতে হলে মন বুঝতে হয়
    আর মন বুঝতে হলে কবিতা বুঝতে হয়।…………দারুন

  4. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    কবিতাটি খুব সুন্দর।

  5. সপ্নিল রায় মন্তব্যে বলেছেন:

    ভাই
    আমার মনে হলো প্রথম অংশ আর শেষ অংশ আলাদা কবিতা হতে পারতো । শেষ অংশটি প্রথম অংশের চেয়ে যথেষ্ট কবিতা সুলভ মনে হয়েছে ।

  6. গৌমূমোকৃঈ মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ সপ্নিল ভাই মুল্যবান মন্তব্যের জন্য। শুভকামনা রইল।

  7. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

    “স্বামী বশীকরণ তাবিজ দিয়ে ভালবাসা হয় না
    ভালবাসা বুঝতে হলে মন বুঝতে হয়
    আর মন বুঝতে হলে কবিতা বুঝতে হয়।”
    সব কবির মনের কথা এটি।

  8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    খারাপ হয়নি লেখা ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top