জীবন সঙ্গিনীর প্রতি
এই লেখাটি ইতিমধ্যে 1739বার পড়া হয়েছে।
মানুষ চাঁদে চলে গেলো
আর তুমি এখনও
স্বামী বশীকরণ তাবিজ ছাড়তে পারলে না?
কি অদ্ভুত এক জীবন সঙ্গিনী তুমি আমার।
মানুষ এখন চাঁদ শেষ করে
অন্যান্য গ্রহ উপগ্রহের দিকে ছুটছে
আর তুমি জাফরান কালি নিয়ে
দবির হুজুরের পেছনে ছুটছ।
আমি যখন কবিতা লিখে তোমাকে দেখাই
তখন তুমি বল, আমি কবিতা বুঝি না
কবিতা না বুঝলে তুমি আমাকে বুঝবে কি করে?
শোন, আর যাই হোক
স্বামী বশীকরণ তাবিজ দিয়ে ভালবাসা হয় না
ভালবাসা বুঝতে হলে মন বুঝতে হয়
আর মন বুঝতে হলে কবিতা বুঝতে হয়।
কবিকে ভালবাসতে হয় কবিতা দিয়ে
জাফরান কালির তাবিজ দিয়ে নয়।
এ সব ছেড়ে এসো
এসো আমার এই অন্তরে
দ্যাখ কত পঙক্তিমালা
হৃদয়ের অন্তঃপুরে।
পঙক্তিমালা…………
প্রেমের ভালবাসার হৃদ্যতার
আনন্দের কষ্টের শূন্যতার
পঙক্তিমালা……………
অবহেলিতের অভাগার মজলুমের
সভ্যতার অসভ্যতার সমাজের
পঙক্তিমালা…………
বিশ্বাসের মহাবিশ্বের প্রকৃতির
মানুষের জীবনের ভগবানের
এবং আরও হাজার হাজার।
তুমি নাও দুহাত ভরে তুলে নাও পঙক্তিমালা
শান্ত কর হৃদয় জুরাও তোমার অন্তরজ্বালা।
পঙক্তিমালায় তুমি পাবে কবিকে
ফিরে পাবে তুমি তোমার ভালবাসাকে।
১,৮৩০ বার পড়া হয়েছে
ভাল লেগেছে।
ধন্যবাদ ঐরি ভাই।
আনোয়ার জাহান ঐরি
ছেলে না মেয়ে??
প্রথম পাঁচ প্যারা খুব খুব অসাধারণ লাগলো….অত্যন্ত চমৎকার ভাবে কবিতার আবেগ আর কবি হৃদয়ের বাস্তবতা ফুটে উঠেছে….শেষের (পংক্তিমালা….থেকে)দিকে কেন জানি কবিতার বাড়তি সংযোজন মনে হলো…যা না হলেও কবিতার গাম্ভীর্য মোটেও ক্ষুন্ন হতো না…কবিকে ধন্যবাদ…
মিলন ভাই, আপনাকে স্যালুট কারণ আপনি গঠন মূলক সম আলোচনা করে আমার উপকার করেছেন। শুভকামনা রইল।
ভালবাসা বুঝতে হলে মন বুঝতে হয়
আর মন বুঝতে হলে কবিতা বুঝতে হয়।…………দারুন
শুভকামনা রইল মিন্টু ভাই।
কবিতাটি খুব সুন্দর।
ধন্যবাদ আরিফ ভাই।
ভাই
আমার মনে হলো প্রথম অংশ আর শেষ অংশ আলাদা কবিতা হতে পারতো । শেষ অংশটি প্রথম অংশের চেয়ে যথেষ্ট কবিতা সুলভ মনে হয়েছে ।
ধন্যবাদ সপ্নিল ভাই মুল্যবান মন্তব্যের জন্য। শুভকামনা রইল।
“স্বামী বশীকরণ তাবিজ দিয়ে ভালবাসা হয় না
ভালবাসা বুঝতে হলে মন বুঝতে হয়
আর মন বুঝতে হলে কবিতা বুঝতে হয়।”
সব কবির মনের কথা এটি।
খারাপ হয়নি লেখা ।