নোটিশ
তবুও আমি কবিতার সাথেই থাকব
এই লেখাটি ইতিমধ্যে 1478বার পড়া হয়েছে।
জ্বরের ঘোরে পূর্ব-পশ্চিম ঠাহর করতে পারছি না
তবু কবিতা এসে কতো বার যে ডেকে গেলো—
তাকে বিমুখও করতে পারছি না!
রাতকানা রাত সেই কখন শুরু হয়েছে, শেষ হয় না;
তালকানা দিন
তবুও কিছুটা আলো! তাহলে শুরু হয়ে যাক না কবিতা!
ঘর ভরা সব আলো
একসাথে এসে কবিতা লিখে দিয়ে যাক
আমি জ্বরের ঘোরে চেয়ে চেয়ে দেখব
তবুও আমিও কবিতার সাথেই থাকব !!
১,৪৫৪ বার পড়া হয়েছে
নিশ্চয়
ভাল থাকবেন
ধন্যবাদ কবি।।
“ঘর ভরা সব আলো
একসাথে এসে কবিতা লিখে দিয়ে যাক”
এতদিনে কবির কবিতা লেখার কারিশমা জানা হলো! হাঃ হাঃ হাঃ
বোধটা ভাল লাগলো খুব তাই, একটু মজা নিলাম।
শুভেচ্ছা জানাই কবিকে –
ধন্যবাদ কবি।। ধন্য হলাম—।।
বেশ ভালো লাগলো
অনেক সুন্দর লিখা
শুভ কামনা রইল ,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ধন্যবাদ কবি সবুজ ভাই।।
খুব সুন্দর লিখেছেন ! শুভেচ্ছা নিন । ভালো থাকুন ।
ধন্যবাদ কবি ভাই।