তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।
এই লেখাটি ইতিমধ্যে 1396বার পড়া হয়েছে।
আজ রোববার (৬ মার্চ ) যুক্তরাজ্যে পালিত হচ্ছে ‘মাদারিং সানডে’। বাংলাদেশে এই দিনটিকে বলা হয় ‘মা দিবস’ যা উদযাপন করা হবে ৮ মে, রোববার।
যদিও মাকে ভালোবাসা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না-তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। মা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। দিবসটি পালনের মূল উদ্দেশ্য মাকে যথাযথ সম্মান দেওয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাঁকে শ্রদ্ধা দেখানোর জন্য বিশেষ মমতা ও ভালোবাসা দিয়ে দিনটি উদযাপন করা হয়।
যুক্তরাজ্যে প্রতি বছর এই দিনটি পালন করা হয় ইস্টার সানডে’র ঠিক তিন সপ্তাহ আগে, লেন্ট-এর চতুর্থ রোববার। পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি পালন করা হয়। আর বাংলাদেশে পালিত হয় মে মাসের দ্বিতীয় রোববার।
ভার্জিনিয়ার আনা জার্ভিসকে বলা হয় মা দিবসের প্রবর্তক। মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে।আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন দিবসটিকে রাষ্ট্রয়ী স্বীকৃতি দেন।এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এরপর পৃথিবীর দেশে দেশে মা দিবসটি পালনের রেওয়াজ ছড়িয়ে পড়ে।গ্রীক সভ্যতায় দিনটিকে বলা হতো ‘মাদার অব গড’।
যুক্তরাজ্যের ট্রেডেশন হলো এই বিশেষ দিনটিতে সন্তানেরা মাকে নিয়ে আনন্দে সময় কাটায়।কেউ নিজের বাড়িতে, কেউ বা রেস্তোরায়। মাকে ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার দেয়া হয় ফুল, কেক,চকলেট আর মনোরম গিফট কার্ড।এই দিনটিকে উপলক্ষ করে হাইস্ট্রিট দোকানগুলোতে বহুগুন বেড়ে যায় ফুল,কেক,চকলেট আর গিফট কার্ডের বিক্রি।
দিবসটির গুরুত্ব ও ইতিহাস তুলে ধরে যুক্তরাজ্যের মেট্রো, মিরর ও টেলিগ্রাফ সহ অধিকাংশ সংবাদপত্র ‘মাদারিং সানডে’ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।`
মা একটি বটবৃক্ষের মতো, যার প্রতিদিনের ছায়ায় আমরা বেঁচে থাকি। তাই প্রতিদিন, প্রতিটি মুহূর্তই হোক আমাদের ‘মা দিবস’।
১,৩৭২ বার পড়া হয়েছে