নোটিশ
তানপুরাটা ভেঙ্গে গেছে
এই লেখাটি ইতিমধ্যে 1252বার পড়া হয়েছে।
তানপুরাটা ভেঙ্গে গেছে
আর কখনো বাজবে না
ছুয়ে দেখি সুর গুলো ঘুমিয়ে আছে
কাঁদছে আমার গান গুলো
ফাকা ঘরে টুনটুনিয়ে
আর যে কেও গান গাইবেনা
ভোর হলে
মধুর সুরে সারগাম আর বাজবেনা
ঝন ঝনিয়ে মাতাল হওয়ায়
রিদয় আর নাচবেনা
আমার লিখা গান গুলো
প্রাণ যে আর পাবেনা
তানপুরাটা ভেঙ্গে গেছে
ঘর কাপিয়ে ঝনঝনিয়ে
আর কখনো বাজবেনা
থাকবে পরে এক কনেতে তানপুরাটা
১,৩১৬ বার পড়া হয়েছে
আপনাকে স্বাগত।
আপনি নতুন তাই হয়ত জানেন না যে প্রথম পাতাতে একই লেখকের/ প্রদায়কের একাধিক লেখা থাকতে পারবে না।
ভাল লাগল। নীতিমালা পড়ে নিবেন।
ফাকা , ফ এর উপরে বুঝি চন্দ্র বিন্দু হবে ।
ভাল লিখেছেন ।
অসংখ্য ভাল লাগা জানালাম ।
আশা রাখি আপনাকে নিয়মিত পাব ।
থিমটা সুন্দর, তবে কিছুটা ছন্দ পতন, বানান ভুল,
সম্ভাবত টাইপিং এরর যাকে বলে,
আমি হলে এ ভাবে লিখতাম-
——————————-
তানপুরাটা ভেঙ্গে গেছে
আর কখনো বাজবে না
ছুয়ে দেখি সুর গুলো সব
ঘুমিয়ে আছে এক কোণে
কাঁদছে আমার গান গুলো,
ফাকা ঘরে টুনটুনিয়ে
আর যে কেও গাইবেনা
ভোর হলে যে
মধুর সুরে
সারেগামা বাজবেনা,
ঝন ঝনিয়ে মাতাল হওয়ায়
হৃদয় যে আর নাচবেনা
আমার লিখা গান গুলো হায়
প্রাণ যে বুঝি আর পাবেনা ,
তানপুরাটা ভেঙ্গে গেছে
ঘর কাপিয়ে ঝনঝনিয়ে
আর কখনো বাজবেনা
থাকবে পরে এক কোণে
তানপুরাটা এই মনে।
——————————–
ভাল লাগে তো এদিট করে নিন।
এক দু জাগায় ছন্দ পতন ঘটলেও কবিতার ভাব বেশ সুন্দর।
ভাল লাগল
অনেক শুভকামনা রইল