Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তুমি কি ?

লিখেছেন: মাজেদ হোসেইন | তারিখ: ০৩/০৬/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1672বার পড়া হয়েছে।

দিনের আলো, রাতের আঁধার না’কি বনিতা।

কখনো তোমায় দেখি,  চাঁদের আলো গায়ে মেখে অকৃপণ ভাবে আলো ছড়িয়ে যাচ্ছ

কখনো তোমায় দেখি আঁধার নিশীতে ছায়ার মতো চোখের সামনে ভাসছো।

কখনো তোমায় দেখি সূর্যের ছায়াতে অন্তরালে হাটছ,

 

কখনো তোমায় দেখি আমার স্বপ্নের রানী হয়ে লুকো-চুরি খেলছো।

গভীর অন্ধকারে তোমার পানে তাকাতে যেয়ে চোখের অগাত ঘুম নিমিষেই চলে যায়।

তোমাকে স্পর্শ করব বলে ছুটে আসি কাশ ফুলের নরম বিছানায়

তোমার মুক্তা ঝরানো হাসি দেখে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি।

ভাবি কিছু বলব তোমায়” ঠিক তখনই হৃদয়ের ভাষা হারিয়ে যায়

জানালার ফাক-দিয়ে তোমার আলোতে সকালের ঘুম চলে যায়।

তোমার সাথে ঘুরে ফিরে কেবলই আমার দেখা হয়-

কখনো আলো, কখনো আঁধার, কখনো ছায়ার বেশে।

স্বপ্নের মাঝে এসে বলো, আমি তোমার সঙ্গিনী বনিতা

সত্যি কি তাই?

না’কি জীবনানন্দের সেই কল্পিত বনলতা সেন

যে আমার কল্পনায় থাকা বনিতা।

১,৬৫৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
Hi I am Md. Mazed Hossain, I was born in the village of East Sultami,PO: Ulania, PS: Mehandigonj in the district of Barisal on April 18,1984. I am a simple person also punctual, Keen and clear. I always try to be honest and maintain the routine. Friendly environment is very much encourage to keep myself accurate in responsibilities Email. mazed.hossain@gmail.com. Facebook link:https://www.facebook.com/nisuti.basuri
সর্বমোট পোস্ট: ৭৫ টি
সর্বমোট মন্তব্য: ৪৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-১৪ ০২:৫২:৩৪ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

  1. স্বপ্নীল মিহান মন্তব্যে বলেছেন:

    সুন্দর লেখেছেন।

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    বেশ আবেগ মিশিয়ে লিখেছেন!
    বেশ লাগল। আরো লিখুন।

  3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    সুন্দর দৃশ্যের রুপায়ন । লেখা খুব ভাল লাগলো । শুভ কামনা ।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    আবেগ মিশানো প্রেম কাব্য অনেক ভাল লাগল

    শুভেচ্ছা কবিকে

  5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    নাইস
    ………………………………ভালো লাগলো কবি
    যদি আরো কাব্যতা থাকতো আরো ভালো লাগতো
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  6. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    বেশ
    ভালো

  7. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    দিনে দিনে বেশ হচ্ছে আপনার লিখা ।
    খুব সুন্দর । চেষ্টা করলে মনে হয় আরো গোছালো লিখতে পারবেন ।
    শুভেচ্ছা জানবেন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top