Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তুমি ছাড়া সর্বহারা

লিখেছেন: সাখাওয়াৎ আলম চৌধুরী | তারিখ: ২১/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1248বার পড়া হয়েছে।

“”তুমি ছাড়া সর্বহারা “”

এখন আমি আকাশ দেখিনা,
বৃষ্টির পরে নীল জমিনে রঙধনুর সাজ দেখিনা ;
মেঘের ওপারে তেপান্তরের ঐ সীমানায় সুখ খুঁজিনা।
যে আমাকে আকাশ চেনালো
আকাশ মাঝে সুখ দেখালো
সে -ই যখন আমায় চেনেনা,
আমি এখন ঐ আকাশে দুঃখ ছাড়া কিছুই খুঁজিনা।

এখন আমায় সবুজ টানে না,
শিশির ভেজা দূর্বায় আঁকা পথটিতে আরযাওয়া হয়না ;
অরন্যের মাঝে সবুজ চাদর এখন আর ভালো লাগেনা।
যে আমার বুকে সবুজ জমালো
অরণ্য মাঝে ঘর বাঁধালো
সে -ই যখন দূরে সরলো
অরন্যে বুকে সবুজ আঙিনায় কষ্ট ছাড়া কিছুই পাইনা।

এখন আমি জোৎস্না মাখিনা,
ভরা যৌবনের চাঁদের আলোতে রাত্রি আর জাগা হয়না ;
জোনাক জ্বলা নিশির প্রহর আমায় আর ভালবাসে না।
যে আমাকে চাঁদ চেনালো
জোনাক আলোতে ঘুম শেখালো
সে -ই যখন ভালবাসে না,
চাঁদের আলোয় জোৎস্না প্রহরে কান্না ছাড়া কিছুই আসে না।

এখন আমি কবিতা লিখি না,
বসন্ত বাতাসে পুষ্পকাননে আমার আর ভাব জমেনা,
পাহাড় বুকে ঝর্ণার সুর কিছুই আমার কবিতা হয়না,
যে আমাকে ভাবের মাঝে ছন্দ দিতো
যায় ছোঁয়ায় পংক্তি গুলো কবিতা হতো
সে -ই যখন কবিতা শুনে না,
কবিতার মাঝে বর্ণ ছাড়া আমি আর কিছুই দেখি না।

25/8/14

১,২১২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২৬ টি
সর্বমোট মন্তব্য: ৬১০ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-২৩ ০৬:৩৯:৩৩ মিনিটে
banner

৯ টি মন্তব্য

  1. সাঈদুল আরেফীন মন্তব্যে বলেছেন:

    সাখাওয়াৎ আলম চৌধুরী তুমি ছাড়া সর্বহারা কবিতায় ভাব অনুভুতিতে মাত করে দিয়েছেন। করে দিয়েছেন উপমায় অনুষঙ্গে একাকার। যা এই শেষ পংক্তিতেই প্রমাণ মেলে । হৃদয়ছাঁয়া কবিতাটির জন্যে শুভেচ্ছা সিক্ত করছি আপনাকে।

    যে আমাকে ভাবের মাঝে ছন্দ দিতো
    যায় ছোঁয়ায় পংক্তি গুলো কবিতা হতো
    সে -ই যখন কবিতা শুনে না,
    কবিতার মাঝে বর্ণ ছাড়া আমি আর কিছুই দেখি না।

    • সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

      আপনার চমৎকার বিশ্লেষণী মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা ভাইয়া। খুবই খুশি হলাম আপনাকে পেয়ে। অনেকদিন পর আসলাম ব্লগে। শুভকামনা সবসময় আপনার জন্য।

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    Kobitar bhabna chhoriye gechhe jibone
    bhalo laglo

  3. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    ভাল্লাগা কবিতার কথায়। ভাল লিখেছেন ভাই।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সবই ঠিকাছে কিন্তু তার বিরহে কিন্তু অসম্ভব সুন্দর কবিতা লিখে ফেলছেন ভাল লাগায় ভরপুর। কবিতা কিন্তু লিখতেই হবে বলে দিলাম

  5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    চমৎকার লিখনী

    দারুন

    ভাল লাগলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top