তুমি…!
এই লেখাটি ইতিমধ্যে 2082বার পড়া হয়েছে।
আমি আমার মাঝে খুব যতন করে রেখেছি তোমায়,
যেমন করে আগলে রাখে মানুষ তাঁর নিজের স্বত্তা কে।
আমি আমার মাঝে ধারন করি তোমাকে,
যেমন করে কোন মানুষ তাঁর নিঃস্বাস’টা কে ধারন করে।
আমি আমার মাঝে লালন করি তোমায়,
যেমন করে লালন করে মানুষ তাঁর সুন্দর স্বপ্নগুলোকে।
আমি আমার মাঝে গোপন করি তোমায়,
যেমন করে গোপন করে মানুষ তাঁর নিজস্ব অনুভব।
আমি আমার মাঝে তোমাকে সাজাই পরম মমতায়,
যেমন করে কোন কিশোরী তাঁর কপালে আঁকে আলপনা ।
আমি আমার বিস্বাসে কেবল তোমাকেই খুঁজে পাই,
যেমন করে মানুষ খুঁজে পায় তাঁর আশ্রয়।
আমি আমার মাঝে তোমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি,
যেমন করে মানুষ যে কোন অবস্থায় নিজেকে বাঁচাতে চায়।
আমি বাঁচলে তুমি বাঁচো আর তুমি বাঁচলে আমি,
তুমিহীনা আমি নিস্প্রান আর আমিহীনা তুমি ।
সে তুমি যেমন জানো, খুব ভাল করে জানি তা আমি ।।
(সেতারা সিরাজ…০১.০৭.২০১১)
২,০৫৪ বার পড়া হয়েছে
লিখা ভালো লেগেছে । সাবলীল ভাষায় চমৎকার লিখনী ।
যদি ভুল না করি তবে এটা অবশ্যই একটা কবিতা !
ক্যাটাগরি দয়া করে সম্পাদনা করে নেবেন আপু ।
হুম ভাইয়া…কিন্তু ক্যাটাগরি সম্পাদনা করে কিভাবে আমিতো জানিনা ভাইয়া…!
Log in করে “আপনার পাতা” তে যান। তারপর যে পোস্টটি সম্পাদনা প্রয়োজন সেই পোস্টে ক্লিক করুন । সেই পোস্টের শিরোনামের নিচে তারিখের পর ডানপাশে Edit this entry তে ক্লিক করুন । Update এর নিচে Categories থেকে পছন্দসই Category ‘Box’ এ টিক দিয়ে নির্বাচন করুন । তারপর Update এ ক্লিক করুন ।
এবার দেখুন ঠিক আছে কি না । ধন্যবাদ আপু ।
অথবা, আপনার পোস্টটি যে পাতায় আছে সেখান থেকে পোস্টে ক্লিক করেও একইভাবে সম্পাদনা করতে পারেন । তবে Log in করেই কাজটি করতে হবে (অবশ্য যদি Log out-এ থাকেন) !
তৌহিদ ভাইয়া অনেক ধন্যবাদ… আসলে আমি এই ব্যাপারটা খেয়ালই করিনি… আমার সব লেখার ক্যাটাগরি সম্পাদনা করে দিলাম… 🙂 আবারও ধন্যবাদ ভাইয়া…! সাথেই থাকুন… আর আমার যে কোন লেখার গঠনমুলক মন্তব্য প্রত্যাশা করছি ভাইয়া…প্লিজ!
চেষ্টা থাকবে । তবে ঠিক কতটুকু পেরে উঠবো বলতে পারছিনা । আমি নিজেই যে শিক্ষানবিশ ! তাছাড়া আমি খুব গভীর বিষয়কে অনুধাবনেও খুব একটা পারঙ্গম নই । তবু চেষ্টা থাকবে ।
আর উপরের বিষয়ে সত্যিকার অর্থে ধন্যবাদ দেয়ার মতো কিছুই করিনি । একটু খেয়াল করলে আপনি একাই এটা করতে পারতেন । ভালো থাকুন সবসময় ।
কবিতাটি যখন পড়ছিলাম তখন মনে হলো ভালোবাসার স্বপ্ন গুলো ভালোবাসার মানুষটিকে এত সুন্দর ভাবে কবিতায় উপস্থাপন করা যায় । আপনার কবিতাটি পড়ে হারিয়ে গিয়েছিলাম কোন এক অজনায় । সুন্দর লিখেছেন । শুভেচ্চা রইলো ।
ধন্যবাদ জয় ভাইয়া…আপনিও অনেক ভাল লেখেন… দোয়া করবেন আমাদের জন্য। আমি যেন আমার জানেমান’কে নিয়ে সুখে থাকি…আমি যেন ওর মনের মত হতে পারি…ওকে সুখী করতে পারি…!ভাল থাকবেন…
আর তৌহিদ ভাইয়া সত্যিকার অর্থে আমরা সবাই শিক্ষানবিশ… শিক্ষার কি কোন শেষ আছে ভাই… ভাল থাকুন সবসময়… অনেক দোয়া সবার জন্য… 😀
//আমি আমার মাঝে তোমাকে সাজাই পরম মমতায়,
যেমন করে কোন কিশোরী তাঁর কপালে আঁকে আলপনা ।//
খুব শিহরণ অনুভব করলাম পুরো লেখাটি পড়ে। অসাধারণ এক জীবন্ত অনুভূতি থাকে আপনার প্রতিটি লেখাতে। ভালো লাগে।
শুভেচ্ছা জানবেন।
ভালো থাকবেন। সবসময়। আপি।
আমি বাঁচলে তুমি বাঁচো আর তুমি বাঁচলে আমি,
তুমিহীনা আমি নিস্প্রান আর আমিহীনা তুমি ।
খুব সুনাদর বলেছেন। ভাল লগিল। শৃভেচ্ছা কবিকে –