Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তুমি…!

লিখেছেন: সেতারা ইয়াসমিন হ্যাপি | তারিখ: ২৩/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 2082বার পড়া হয়েছে।

আমি আমার মাঝে খুব যতন করে রেখেছি তোমায়,

যেমন করে আগলে রাখে মানুষ তাঁর নিজের স্বত্তা কে।

আমি আমার মাঝে ধারন করি তোমাকে,

যেমন করে কোন মানুষ তাঁর নিঃস্বাস’টা কে ধারন করে।

আমি আমার মাঝে লালন করি তোমায়,

যেমন করে লালন করে মানুষ তাঁর সুন্দর স্বপ্নগুলোকে।

আমি আমার মাঝে গোপন করি তোমায়,

যেমন করে গোপন করে মানুষ তাঁর নিজস্ব অনুভব।

আমি আমার মাঝে তোমাকে সাজাই পরম মমতায়,

যেমন করে কোন কিশোরী তাঁর কপালে আঁকে আলপনা ।

আমি আমার বিস্বাসে কেবল তোমাকেই খুঁজে পাই,

যেমন করে মানুষ খুঁজে পায় তাঁর আশ্রয়।

আমি আমার মাঝে তোমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি,

যেমন করে মানুষ যে কোন অবস্থায় নিজেকে বাঁচাতে চায়।

আমি বাঁচলে তুমি বাঁচো আর তুমি বাঁচলে আমি,

তুমিহীনা আমি নিস্প্রান আর আমিহীনা তুমি ।

সে তুমি যেমন জানো, খুব ভাল করে জানি তা আমি ।।

 Still Love You

(সেতারা সিরাজ…০১.০৭.২০১১)

২,০৫৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুব সাধারণ একজন মানুষ... নিজেকে মানুষ ভাবতেই বেশি ভাল লাগে। আমার Academic Background: M.Sc. in Botany, MBA করেছি Bank Management -এর উপর, তারপরে PGDHRM Complete করলাম BIM (Bangladesh Institute of Management) থেকে....। বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেছি। বর্তমানে সেনা কল্যাণ সংস্থা-তে আছি...রিসার্স অফিসার হিসাবে... আমি লেখক নই...তবে লেখা আমার রক্তে মিশে আছে কারণ বাবা ছিলেন সাংবাদিক...ছোটবেলা থেকেই লিখার চেষ্টা করতাম...বাবার পত্রিকায় তা প্রকাশও হতো যদিও কোনটাই বাবার মন মত হতোনা তবুও আমাকে উৎসাহ দেয়ার জন্যই হয়ত ছাপতেন সেসব লিখা...যার কোনটাই আমি সংরক্ষন করে রাখতে পারিনি...হয়ত গুরুত্বই বুঝিনি তখন...আজ বাবা নেই পৃথিবীতে...আমি ছেড়ে দিয়েছিলাম লেখা কিন্তু পরক্ষনেই মনে হলো আমাকে লেখাটা ধরে রাখতেই হবে অন্ততঃ বাবার জন্য। তাই মাঝে মাঝে হাবিজাবি লেখার চেষ্টা করি। খুব সাধারণ জীবন-যাপন করতে ভালোবাসি...বাবা বলতেন কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতির চিন্তা যেন মাথায়ও না আনি...সেটা মেনে চলার চেষ্টা করি। সুখী হওয়ার চেষ্টা করি, অল্পতে খুশি থাকার চেষ্টা করি আর সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়াই তাঁর সৃষ্টির মাঝে। নিজের অবস্থান থেকেই চেষ্টা করি আশেপাশে সুবিধাবঞ্চিত-মানুষদের জন্য কিছু করতে। মানুষকে মানুষ ভাবতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি আর মনে প্রাণে বিশ্বাস করি মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম।
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ২৪৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-০৩ ১০:০৫:০৯ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    লিখা ভালো লেগেছে । সাবলীল ভাষায় চমৎকার লিখনী ।

    যদি ভুল না করি তবে এটা অবশ্যই একটা কবিতা !
    ক্যাটাগরি দয়া করে সম্পাদনা করে নেবেন আপু ।

  2. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

    হুম ভাইয়া…কিন্তু ক্যাটাগরি সম্পাদনা করে কিভাবে আমিতো জানিনা ভাইয়া…!

    • টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

      Log in করে “আপনার পাতা” তে যান। তারপর যে পোস্টটি সম্পাদনা প্রয়োজন সেই পোস্টে ক্লিক করুন । সেই পোস্টের শিরোনামের নিচে তারিখের পর ডানপাশে Edit this entry তে ক্লিক করুন । Update এর নিচে Categories থেকে পছন্দসই Category ‘Box’ এ টিক দিয়ে নির্বাচন করুন । তারপর Update এ ক্লিক করুন ।
      এবার দেখুন ঠিক আছে কি না । ধন্যবাদ আপু ।

    • টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

      অথবা, আপনার পোস্টটি যে পাতায় আছে সেখান থেকে পোস্টে ক্লিক করেও একইভাবে সম্পাদনা করতে পারেন । তবে Log in করেই কাজটি করতে হবে (অবশ্য যদি Log out-এ থাকেন) !

  3. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

    তৌহিদ ভাইয়া অনেক ধন্যবাদ… আসলে আমি এই ব্যাপারটা খেয়ালই করিনি… আমার সব লেখার ক্যাটাগরি সম্পাদনা করে দিলাম… 🙂 আবারও ধন্যবাদ ভাইয়া…! সাথেই থাকুন… আর আমার যে কোন লেখার গঠনমুলক মন্তব্য প্রত্যাশা করছি ভাইয়া…প্লিজ!

  4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    চেষ্টা থাকবে । তবে ঠিক কতটুকু পেরে উঠবো বলতে পারছিনা । আমি নিজেই যে শিক্ষানবিশ ! তাছাড়া আমি খুব গভীর বিষয়কে অনুধাবনেও খুব একটা পারঙ্গম নই । তবু চেষ্টা থাকবে ।

    আর উপরের বিষয়ে সত্যিকার অর্থে ধন্যবাদ দেয়ার মতো কিছুই করিনি । একটু খেয়াল করলে আপনি একাই এটা করতে পারতেন । ভালো থাকুন সবসময় ।

  5. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    কবিতাটি যখন পড়ছিলাম তখন মনে হলো ভালোবাসার স্বপ্ন গুলো ভালোবাসার মানুষটিকে এত সুন্দর ভাবে কবিতায় উপস্থাপন করা যায় । আপনার কবিতাটি পড়ে হারিয়ে গিয়েছিলাম কোন এক অজনায় । সুন্দর লিখেছেন । শুভেচ্চা রইলো ।

  6. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ জয় ভাইয়া…আপনিও অনেক ভাল লেখেন… দোয়া করবেন আমাদের জন্য। আমি যেন আমার জানেমান’কে নিয়ে সুখে থাকি…আমি যেন ওর মনের মত হতে পারি…ওকে সুখী করতে পারি…!ভাল থাকবেন…

    আর তৌহিদ ভাইয়া সত্যিকার অর্থে আমরা সবাই শিক্ষানবিশ… শিক্ষার কি কোন শেষ আছে ভাই… ভাল থাকুন সবসময়… অনেক দোয়া সবার জন্য… 😀

  7. সুমন সাহা মন্তব্যে বলেছেন:

    //আমি আমার মাঝে তোমাকে সাজাই পরম মমতায়,

    যেমন করে কোন কিশোরী তাঁর কপালে আঁকে আলপনা ।//

    খুব শিহরণ অনুভব করলাম পুরো লেখাটি পড়ে। অসাধারণ এক জীবন্ত অনুভূতি থাকে আপনার প্রতিটি লেখাতে। ভালো লাগে।

    শুভেচ্ছা জানবেন।

    ভালো থাকবেন। সবসময়। আপি।

  8. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    আমি বাঁচলে তুমি বাঁচো আর তুমি বাঁচলে আমি,
    তুমিহীনা আমি নিস্প্রান আর আমিহীনা তুমি ।
    খুব সুনাদর বলেছেন। ভাল লগিল। শৃভেচ্ছা কবিকে –

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top