তুলি -পর্ব 3
এই লেখাটি ইতিমধ্যে 1528বার পড়া হয়েছে।
মোবাইলের রিং বাজছে ! আমি মোবাইলটা হাতে তুলে নিলাম ! তুলির ফোন ! বড় বড় অক্ষরে নাম লেখা ! আমি খানেকটা বিস্মিত হলাম! এইত কিছুক্ষণ আগে বলেছিল ফোনটা চুরি হয়ে গেছে.! এখন আবার কোথায় পেল !
হেলো !
হাসির আওয়াজ !
হেলো , শুনতে পাচ্ছ !এবারও কোন কথা নেই ! শুধু হাসির আওয়াজ !
এত হাসছ কেন ?
না এমনি ! কিছু হলে বুঝি মানুষ হাসে ? – তুলি বলল !
আমি এই বিষয়ে কোন কিছু না বলে জিঙ্গেস করলাম ” মোবাইলটা কোথায় পেলে ?
“বিছানার নীচে.!
ভাগ্যিস,ফ্যান্সী বাজারের লোফাররা চুরি করে নি !
কোচা দেওয়া হচ্চে ?
কই নাত!
আমি ভেবেছিলাম এই হারামীরাই চুরি করেছে ! সারাদিন ধরে মনে মনে যা তা বকেছি!
যাও,ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো !
কেন ?
এইনা বললে তুমি ওদের কে বকেছে ! ওরা তো তোমার মোবাইল চুরি করেনি ! আর তুমি মিছিমিছি ওদের উপর দোষ চাপিয়েছে ! যাও এক্ষুনি !
এত রাতে ! আমি ক্ষমা চাব ওদের কাছে !মোটেই না ! এই বজ্জাতদের দেখলেই আমার গা জ্বলে উটে ! ওরা সত্যি সত্যি যদি মোবাইলটা চুরি করত তবুও আমিও যেতুম না!
তাহলে তুমি যাচ্ছ না !
না , আমি যাচ্ছি না !
আচ্ছা ,একটা কথা বলো ” তুমি সবসময় ওদের কে বকো কেন ?
“আমি ওদেরকে দেখতে পারি না তাই!
কেন দেখতে পার না ?
কারণ এরা চুর !
কে বলেছে ?
কেন সবাই বলে ওরা চুর !যে কোন সময় যেকোন কারও সব হাতিয়ে নিতে পারে ওরা !
তোমার কিছু নিয়েছে ?
না !
তাহলে লোকের কথায় কাণ দিচ্ছ কেন ?
আমি ত সাবধানতা অTবলম্বন করছি শুধু !
১,৪৯৫ বার পড়া হয়েছে
এইতো বেশ লাগলো,পরিপাটি লিখা
চলুক এমন ভাবনার লেখা
ভাল লাগল
সুন্দর লাগল গল্পটি। লিখে যান আরো