তুলি
এই লেখাটি ইতিমধ্যে 1650বার পড়া হয়েছে।
কি নাম বললেন ,সুমন ?
আজ্ঞে, হাঁ ।
কি কাজ করেন ?
চাকরি ,ইন্দ্রাণী গ্রুপস্ অব ইন্ডাষ্টির জেনারেল ম্যানেজার ।
লোকটির মুখে সন্দেহের ছাপ । আমি সার্টের পকেট থেকে আই কার্ড বের করে এগিয়ে দিলাম । হাঁসিমুখে বললাম ,সন্দেহ থাকলে দেখে নিতে পারেন।
আজকাল দশ-বিশ টাকায় এমন অনেক কার্ড পাওয়া যায় । আমার কাছে অনেক গুলো আছে ।
লোকটির কথাটা আমার কাছে অবাক লাগার মত । আমি উটে দাঁড়ালাম ।লোকটি বলল , আপনি কি চলে যাচ্ছেন ?
আজ্ঞে হাঁ ।
চা খেয়ে যাবেন । একটু বসুন ।
শীতের রাতে চায়ের দোকানে বসে গরম চায়ের আনন্দ । বন্ধুদের সাথে গল্পের ফাঁকে কাপে চুমুক দেওয়ার স্বাদটাই অন্যরকম ।আজকাল সময়ের অভাবে তা আর সম্ভব হয়না ।রাত ৭ টার মত বাজে ।এমন কোন রাত হয়নি । তাই ভাবলাম চা টা খেয়ে যাই ।লোকটি আমার সামনের বেঞ্চে বসে আছে । আমি নিতান্তই একজন অপরিচিত ওর কাছে ।একের পর এক অযথা প্রশ্ন করে যাচ্ছে ।আর আমি ছেলে মানুষের মত প্রশ্ন গুলোর উত্তর দিয়ে চলছি । প্রায় ১৫ মিনিট হয়ে গেল । এরমধ্যে চা চলে আসার কথা । চায়ের কথা বলে আমাকে আবার বসিয়ে রাখল নাত ।কিছু সময় পর একটি ছেলে চা দু কাপ এনে দিল । সঙ্গে দুটো নিমকি । ছেলেটির বয়স বছর দশেক হবে । আমাদের দেশে এ বয়সের অনেক ছেলে-মেয়েরা মজুরের কাজ করে বেড়ায় ।সরকারী আইন অনুযায়ী ১৪ বছরের নিচে কাউকে কাজে রাখা যাবে না ।দেশের আইন শুধু কাগজে কলমে । বাস্তবে তার কোন চিহ্ন পর্যন্ত নেই । দৈনিক ইনকাম হয়তো ১০০ টাকার নীচে । যদি জিজ্ঞেস করেন , আপনার ছেলে মেয় কজন । হাতে গুনে বলবে না এখনও মাত্র পাঁচজন । এর জন্যই ত আমাদের এত সুনাম ।
ভদ্রলোক হাঁসতে হাঁসতে বললেন ,কিছু ভাবছ নাকি ?
না কিছু না ।
তাহলে খান ।ঠান্ডা হয়ে যাবে ।
আজ বরং আমি উটি ?
আচ্ছা ,আবার দেখা হবে।
আমি দোকান থেকে বের হয়ে সহসা রাস্তা ধরে হাঁটতে লাগলাম । শীতের রাত,কোথাও কারও সাড়া নেই ।
কেন জানিনা , আজ বারবার তুলির কথা মনে পড়ছে ।একা বসে বই পড়তে ভাল লাগছেনা ।বইয়ের শেষ পড়া হলনা ।বই বন্ধ করে টেবিলে রেখে দিলাম -আজ থাক অন্য কোন সময় পড়া যাবে ।আজ চার পাঁচ দিন ধরে তার সাথে দেখা হয়নি ।দু একবার ফোনে কথা হয়েছে ।
১,৬৫৬ বার পড়া হয়েছে
কি বোঝাতে চেয়েছেন সেটা বোধগম্য হলো না। তবে আপনার লেখার ধরন খুবই চমৎকার। ভালো লাগলো।
তুলির স্মরণে গল্প টি শেষ হলো। এ কি এক পর্ব নাকি আর ও আছে ? পড়ার আগ্রহ তৈরী হল। ধন্যবাদ ক্রাউন। শুভেচ্ছা রইল।
ধন্যবাদ
পড়লাম ——- ।।
ধন্যবাদ
ভাল লাগল
Balo lagar jonno donnobad
Porhlam
bhalo
ধন্যবাদ
তুলির স্মরণে গল্প টি শেষ হল
Lekar chesta korbo
সুন্দর।
তুলির কথা এখানে একেবারে কম।
ভাল হইছে