নোটিশ
তোমাকে দেখি
এই লেখাটি ইতিমধ্যে 1562বার পড়া হয়েছে।
তোমাকে দেখি,
শুধু তোমাকেই দেখি দেয়ালের ক্যালেন্ডারের পাতায়।
কিংবা তাতে আঁকা মোনালীসা শিল্প কর্মে।
আমি তোমাকে দেখি তিমীর সন্ধায়।
কখনো দেখি জোৎস্না বিলাসী নীল পরী রুপে।
তোমাকে দেখি সব কামিনীর ভিরে।
কখনো দেখি শুভ্র নীলাম্বরী ভেসে ময়ুরাক্ষির তীরে।
তোমাকে দেখি,
শুধু তোমাকেই দেখি বাংলার ধূলি মাখা প্রান্তে,
তোমাকে দেখি সাহারার উত্তপ্ত মরুকান্তে।
তোমাকে দেখি আধার আলোতে-
আকাশের বুকে মেঘে ঢাকা কালোতে।
তোমাকে দেখি সকালে ফোঁটা উঠা আলোতে।
তোমায় দেখি নববধূর কাঁজল কালোতে।
তোমাকে দেখি কল্পনায়।
কখনো দেখি পাখির নিড়ের মত চোখের অধিকারী-
নাটরের বনলতা সেনের দুদন্ড শান্তির মহিমায়।
১,৫২১ বার পড়া হয়েছে
তোমাকে দেখে গেলাম আমিও
দেখলামও পড়লামও
ভাল লাগছে খুব।
khub shundar bonnona apnar kobita. khub valo lagchilo. congratulation.
ভালোই লাগলো অনেক
সুন্দর
লিখা