Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তোমাকে দেখি

লিখেছেন: ঘাস ফড়িং | তারিখ: ২৭/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1562বার পড়া হয়েছে।

তোমাকে দেখি,
শুধু তোমাকেই দেখি দেয়ালের ক্যালেন্ডারের পাতায়।
কিংবা তাতে আঁকা মোনালীসা শিল্প কর্মে।

আমি তোমাকে দেখি তিমীর সন্ধায়।
কখনো দেখি জোৎস্না বিলাসী নীল পরী রুপে।
তোমাকে দেখি সব কামিনীর ভিরে।
কখনো দেখি শুভ্র নীলাম্বরী ভেসে ময়ুরাক্ষির তীরে।

তোমাকে দেখি,
শুধু তোমাকেই দেখি বাংলার ধূলি মাখা প্রান্তে,
তোমাকে দেখি সাহারার উত্তপ্ত মরুকান্তে।
তোমাকে দেখি আধার আলোতে-
আকাশের বুকে মেঘে ঢাকা কালোতে।

তোমাকে দেখি সকালে ফোঁটা উঠা আলোতে।
তোমায় দেখি নববধূর কাঁজল কালোতে।
তোমাকে দেখি কল্পনায়।
কখনো দেখি পাখির নিড়ের মত চোখের অধিকারী-
নাটরের বনলতা সেনের দুদন্ড শান্তির মহিমায়।

১,৫২১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
I'm one of between you and he.
সর্বমোট পোস্ট: ১১৯ টি
সর্বমোট মন্তব্য: ৯৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৮ ১৩:১৯:৫৬ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    তোমাকে দেখে গেলাম আমিও

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    দেখলামও পড়লামও

    ভাল লাগছে খুব।

  3. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    khub shundar bonnona apnar kobita. khub valo lagchilo. congratulation.

  4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভালোই লাগলো অনেক

    সুন্দর

    লিখা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top