তোমাতেই সুখ
এই লেখাটি ইতিমধ্যে 1494বার পড়া হয়েছে।
আরেকটা প্রহর এই এসে গেল ।
আরেকটা স্বপ্ন তীর খুঁজে পেল !
সময় হল বুঝি আরো একবার !
তোমার কোলেতে মাথা রাখবার ।
তোমাতে হয়তো কোন ঐশ্বর্য নেই,
হয়তো নেই কোন নতুনের ছোঁয়া,
তবুও আমার সুখ শুধু তোমাতেই…
বারেবারেই হয় যেন খুঁজে পাওয়া !
জীবনের শুরু ছিল তোমার বুকে,
কি করে ভুলি কারো সামান্য সুখে !
তাইতো সুযোগ আমি খুঁজি বারেবার,
তোমার বুকেই যেন ফিরে যাবার ।
অনুভূতির বাঁধনে তুমি আমায়,
জড়িয়ে রাখো যে সারাটি ক্ষণ,
বলতে চায়না যে কখনো বিদায়
তোমাতেই জড়িয়ে এই প্রাণ-মন !
আসছি আবারো তোমার বুকেই,
হারিয়ে যেতে সেই পরম সুখেই,
জুড়াবে নয়ন তোমার ছোঁয়াতে,
মুছে যাবে ব্যথা তোমার মায়াতে !
এমনিভাবে চাই ভালোবেসে যেতে,
আজীবন তোমার মায়ায় জড়িয়ে,
ভালোবাসা দিও তুমি দিবসে-রাতে
যতদিন মৃত্যুতে না যাই হারিয়ে !
বিঃদ্রঃ আজ বাড়ি যাচ্ছি ! কবিতাটি আমার গ্রামকে নিয়ে লিখা । অনেক তাড়াহুড়ো করে লিখেছি । সবাই বের হয়ে গেছে দুপুর ২:০০ টায় ! হিসাব-নিকাশের কাজ বলে আমাকে সবসময় ২-১ ঘণ্টা পরেই বের হতে হয় । বাড়ি যাওয়ার তাড়া থাকায় বানান, ছন্দ, ভাব ইত্যাদি সঠিক নাও থাকতে পারে । সম্পাদনার প্রয়োজন হলে পরে করে নেব । ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো । আর সবাই দোয়া করবেন যেন ভালভাবে বাড়ি যেতে পারি । সবাই ভালো থাকুন । আল্লাহ্ হাফেয ।
১,৪৭৭ বার পড়া হয়েছে
দারুন রোমান্টিক কাব্য বেশ চমৎকার লিখণী
নাইস ভাবনা
অনবদ্য কাব্যতা অনবদ্য সৃষ্টি
মুগ্ধ হলেম পড়ে
বেশ ভালো ভাবনা
শুভ কামনা থাকলো
অনেক ভালো বলে গেলেন । আপনারা পাশে আছেন বলেই হয়তো কিছুটা লিখতে পারি । এভাবেই অনুপ্রেরণা হয়ে পাশে থাকুন সবসময় । শুভ কামনা ।
তোমাতেই সুখ কবিতাটি অন্তমিল সুন্দর । প্রেমের কবিতা । সুন্দর হয়েছে । শুভেচ্ছা রইলো ।
আপনাদের পাশে পাওয়া অনেক ভালোলাগার অনুভূতি জাগায় মনে ! পাশে থেকে আলোচনা-সমালোচনা করলে লিখায় বাড়তি উৎসাহ পাওয়া যায় । পাশেই থাকুন । ভালো থাকুন ।
তাড়াহুড়ায় লিখেছেন তবু কত সুন্দর হয়েছে!
আপনি বেশ সুন্দর লিখেন, ভাল লাগে খুব।
কামনা করি নিরাপদে ছুটি কাটিয়ে আসুন।
অনুপ্রেরণার আরেক নাম হতে পারে অনিরুদ্ধ বুলবুল !!! সত্যিই চমৎকার সব কথা বলে বাড়তি কিছু করার অনুপ্রেরণা দিতে জুড়ি নেই আপনার । সবসময় এভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবেন- এমন প্রত্যাশা তো করতেই পারি ! ভালো থাকুন ভাইয়া ।
গ্রাম সব সময়ই ভাল লাগে
গেলেই শান্তি লাগে
কতদিন হলো যেতে পারছি না
সুন্দর লিখেছেন
এতো এতো লম্বা ছুটি পান তবুও যেতে পারেন না কেন আপু ?
ভালোলাগা রেখে গেলেন ।
অনুভূতি জেনে ভালো লাগলো আপু ।
ভালো থাকুন নিরন্তর ।