Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তোমাতে আমি

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ২২/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1501বার পড়া হয়েছে।

তোমাতে আমি
তোমার মুখ দেখে বুঝি না, হৃদয় তোমার
ব্যথিত কিনা ।সাগরের মতো নির্লিপ্ত, নিস্তব্ধ ।
তুমি তো অগ্নি গীরি ।
জ্বালা মুখ দেখে বুঝা যায় না,
অগ্নিগর্ভে লাভা আছে কিনা ।
তুমি কি সুপ্ত অগ্নিগীরি?
যার হৃদয় জ্বলে যাচ্ছে তীব্র ক্ষোভে?
লুকিয়োনা হে বন দেবী,খুলে দাও তোমার
হৃদয়ের দার । ছড়িয়ে পড়ুক তোমার হৃদয়াগ্নি,
পুড়ে খাক হয়ে যাক,যারা বন্ধ করেছে
তোমার জ্বালা মুখ । তারা কি জানে না,
এ অগ্নিগীরি মৃত নয় সুপ্ত । যে কোন সময়
ফেটে পড়বে ৭১ এর বাঙ্গালীর মতো ।
বাঙ্গালীরা মরে না, মরবেওনা কোন দিন ।
জাতির প্রয়োজনে সকল অন্যায়, অত্যাচার
ভাসিয়ে দেবে তাদের নিক্ষিপ্ত অগ্নি লাভায় ।
তোমরা কি দেখনি ৭১ এর বাঙ্গালীকে?
তোমরা কি ভুলে গেছ ৬৯ এর বাঙ্গালীকে?
তোমরা কি মনে রাখনি ৯০ এর গন আন্দোলন কে?
তোমরা কি চিন না বাঙ্গালী ললনা
সেলিনা হায়াত আই ভি কে?
আমরা তাদেরই বংশধর-
যারা ৬৯ এর গন অভ্যুথানে বাধ্য করেছিল
পাকিস্তানী স্বৈর শাসকদের ছেড়ে দিতে বঙ্গবন্ধুকে,
বাধ্য করেছিল নির্বাচন দিতে ৭০-এ ।
আমরা তাদেরই বংশধর,
যাদের মুহুমুর্হুঃ আক্রমনে পালাতে বাধ্য হয়েছিল
পাক হানাদার,
আমরা তাদেরই বংশধর–
যাদের আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল
শ্বৈর শাসক এরশাদ ।
আমাদের ভুলনা তোমরা,
আমরা হারিনি, হারছিনা, হারবোনা কোনদিন।
তোমাদের মাঝেই আমরা সুপ্ত আগ্নেগিরীর মতো
নিজেদের লুকিয়ে প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে ।
জাতির ডাকে আবার জেগে উঠবে আগ্নেয়গীরি,
ফেটে যাবে জ্বালা মুখ, পুড়িয়ে ছাড় খার করে দেবে
যত অন্যায়,যত সন্ত্রাস, যত বরবরতা সমাজ থেকে ।

১,৫১২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

৩ টি মন্তব্য

  1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    পড়লাম কবি —— অসাধারন !!

  2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য । শুভ কামনা । ভাল থাকুন ।

  3. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    খুবই ভালো হয়েছে কবিতা। চমৎকার উপস্থাপন। ভালো লাগা থেকে গেলো। শুভকামনা আপনার জন্য। সেই সাথে আমার কবিতায় নিমন্ত্রণ

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top