Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তোমার নাম

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ২৬/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1372বার পড়া হয়েছে।

সুন্দর অবনীতে সদা শুনি কত নাম
আসলেই নামের দেখিনাতো কোন দাম
নামহীন কিছুই পাবে নাকো তুমি
মোর যে প্রিয় নাম হুমায়রা হিমি ।

শিরিন লাইলি বনলতা পার্বতী কত রজকিনী
সবি নাম চিরতাপত্রময় , হিমি নাম যেন চিনি ;
কত খ্যাত-বিখ্যাত নাম লিখিত ইতিহাসপত্রে
তোমার নাম অমুছিত খুদিত এ হৃদয় নেত্রে ।

প্রতি শ্বাসে পাই তার ঘ্রাণ
শুঁকিলেই সতেজ হয় প্রাণ ।

হৃদয় কৃষিক্ষেতে একটি বীজ বপন হয়
সেতো মোর হুমায়রা হিমি অন্য কেহ নয় ;
হিমি নামটি লাগে বড় সুধা
দূর করে দেয় আত্মার ক্ষুধা ।

অন্য নামে নেই কেন আকষর্ণ ?
সর্বাঙ্গে শুধু তারেই আবরণ ;
জানি , এ নাম ইতিহাসে স্থান পাবেনা
ভাষ্কর্য কিংবা চিত্র অংকিত হবেনা ।

আমিতো নজরুল নই কিংবা সেক্সপিয়র
লিখে যাব হৃদয় রক্তে জোত্‍স্নার ভেতর ।

১,৩৬৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

৩ টি মন্তব্য

  1. এস কে দোয়েল মন্তব্যে বলেছেন:

    সুন্দর কবিতা। ভাল লাগলো।

  2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top