নোটিশ
তোমায় বুঝতে দিও
এই লেখাটি ইতিমধ্যে 1559বার পড়া হয়েছে।
আমার এ ঘুমঘুম চোখ
খুঁজে যায়,
ধোঁয়া ওঠা এক কাপ চা-এর পরশ ;
মাদকতায় বেড়ে উঠে সকালের সোনাঝরা রোদ,
ঠাকুর ঘরে ভেসে আসছে মৃদু উচ্চারণ-
ওম-কারে আমি আমাকে হারাই ।
তুমি কই ? তুমি কই ?
ওগো সুন্দর, কেন এ নেশা ?
কেন এ খেলা
মায়াময় সংসারে ?
তোমায় বুঝতে দিও,
শুধু তোমায় বুঝতে দিও একবার ।
৪ নভেম্বর, ১৪ ॥
কৃষ্ণকুঞ্জ, রংপুর ॥
১,৫৩৯ বার পড়া হয়েছে
চমৎকার ভাবনার অসাধারণ প্রকাশ
অনেক ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ দাদা
আধ্যাত্মিকতায় ভরা
সুন্দরে গড়া
কবিতা হল পড়া।
হরির কাছে খেলাম ধরা।
আপনি ধরা খাবেন কেন দাদা ? যা পাওয়ার তা তো পাইই না । তাই তার উপরে সব ছেরে দিয়েছি । তিনি যা করবেন, শুধু দেখব আমরা ।
আজকের লেখাটিতে একটা বানানা সংশোধন করতে হবে কিন্তু মোবাইলে তা করতে পাচ্ছি না । অনুগ্রহ করে ধোয়া>ধোঁয়া হিসাবে পড়ে নেবেন ।
দাদা অন্য জায়গায় আপনার কবিতা পড়েছি। অনেক ভাল লাগে আপনার কবিতা।