Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দহন-সুখ

লিখেছেন: হরিশঙ্কর রায় | তারিখ: ২৪/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1701বার পড়া হয়েছে।

দহনে দহনে অঙ্গার হয়ে যাই,
এমন নিদাঘ দিনে-
তবু বুক পেতে তোমার ওমটুকু শুষে নেই ।

আমার বিভঙ্গ তন্দ্রার গানে
তুমি উঠে আসো বারবার,
বিভাবিত বিভূষণ অন্ধকারে
নিয়ত খুঁজে যাই
দহন-সুখ ।

বক্ষ জুড়ে ধেয়ে আসে
দিগন্তের স্ফুরণ,
ক্ষত-বিক্ষত হতে হতে
তোমার মধ্যে লীন হই,
আর নিরতিশয়
দহন আগুনে পুড়ে মরি ।
========

১,৬৭৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকার প্রত্যাশায়...
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ১৮৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-০১ ০৩:০০:৪৩ মিনিটে
Visit হরিশঙ্কর রায় Website.
banner

৯ টি মন্তব্য

  1. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    আমার বিভঙ্গ তন্দ্রার গানে,তুমি উঠে আসো বারবার, এই লাইনি দুটি অর্থ সুন্দর হয়েছে ।

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    দারুন দারুন
    খুব সুন্দর লেখা
    মুগ্ধ হলাম

  3. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    গভীর ভালভাসার বহিঃপ্রকাশ, ধন্যবাদ দাদা।

  4. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

    অসংখ্য ধন্যবাদ দাদা সহিদুল ইসলাম

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    খুব সুন্দর কবিতা ভাল লাগপ

  6. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ এই মেঘ এই রোদ্দুর

  7. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    “বক্ষ জুড়ে ধেয়ে আসে
    দিগন্তের স্ফুরণ,
    ক্ষত-বিক্ষত হতে হতে
    তোমার মধ্যে লীন হই,
    আর নিরতিশয়
    দহন আগুনে পুড়ে মরি ।”
    ভাল লাগল কবিতা।
    শুভেচ্ছা কবিকে –

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top