নোটিশ
দহন-সুখ
এই লেখাটি ইতিমধ্যে 1701বার পড়া হয়েছে।
দহনে দহনে অঙ্গার হয়ে যাই,
এমন নিদাঘ দিনে-
তবু বুক পেতে তোমার ওমটুকু শুষে নেই ।
আমার বিভঙ্গ তন্দ্রার গানে
তুমি উঠে আসো বারবার,
বিভাবিত বিভূষণ অন্ধকারে
নিয়ত খুঁজে যাই
দহন-সুখ ।
বক্ষ জুড়ে ধেয়ে আসে
দিগন্তের স্ফুরণ,
ক্ষত-বিক্ষত হতে হতে
তোমার মধ্যে লীন হই,
আর নিরতিশয়
দহন আগুনে পুড়ে মরি ।
========
১,৬৭৬ বার পড়া হয়েছে
আমার বিভঙ্গ তন্দ্রার গানে,তুমি উঠে আসো বারবার, এই লাইনি দুটি অর্থ সুন্দর হয়েছে ।
ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য
দারুন দারুন
খুব সুন্দর লেখা
মুগ্ধ হলাম
আপনাদের মন্তব্য পড়ে আমিও মুগ্ধ হয়ে যাচ্ছি
গভীর ভালভাসার বহিঃপ্রকাশ, ধন্যবাদ দাদা।
অসংখ্য ধন্যবাদ দাদা সহিদুল ইসলাম
খুব সুন্দর কবিতা ভাল লাগপ
ধন্যবাদ এই মেঘ এই রোদ্দুর
“বক্ষ জুড়ে ধেয়ে আসে
দিগন্তের স্ফুরণ,
ক্ষত-বিক্ষত হতে হতে
তোমার মধ্যে লীন হই,
আর নিরতিশয়
দহন আগুনে পুড়ে মরি ।”
ভাল লাগল কবিতা।
শুভেচ্ছা কবিকে –