নোটিশ
দুটি কবিতা
এই লেখাটি ইতিমধ্যে 1644বার পড়া হয়েছে।
(১)
আমি
যখন ডাকবে তুমি আবার আসবো
যেটুকু বুকের মাঝে অভিমান জমা আছে
সেটুকুই তো শুধু ‘আমি’ !
(২)
বোরখা
নির্বাপণ বলো না–
যেটুকু গোধূলির আলো লেগে আছে দেখে নিতে দাও শেষ বার
প্রিয়ার মুখখানি…
সাঁঝ এলে অন্ধকার টেনে নেবে তার
বোরখা–
আবার সকাল হবে কবে ?
১,৬৯৮ বার পড়া হয়েছে
‘দুটি কবিতা’ই ভালো লেগেছে ।
তবে বোরখা – যেন গভীরে ছুঁয়ে দেয়
আপনাকে অনেক ধন্যবাদ।আজ আপনার বেশ কটি কবিতা পড়েছি।
ভাল লাগল । ভাল থাকুন ।
অনেক ধন্যবাদ।
ভাল লাগল ।
ধন্যবাদ।
সুন্দর,
ভাল লাগলো দাদা।
অনেক ধন্যবাদ,ভাই!
সাঁঝ এলে অন্ধকার টেনে নেবে তার
বোরখা–
আবার সকাল হবে কবে ?
খুব ভাল লাগল এই লাইনগুলো।
কি এবার বোঝার মত কবিতা মনে হল তো? কবিতা পড়ার জন্যে ধন্যবাদ।
দারুন কবিতা ……… অসম্ভব ভাল লাগা রইল
অনেক ধন্যবাদ রইল।
২টি ই ভালো হইছে কবি