Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দুটি কবিতা

লিখেছেন: তাপসকিরণ রায় | তারিখ: ৩০/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1644বার পড়া হয়েছে।

(১)

 

আমি

 

যখন ডাকবে তুমি আবার আসবো

যেটুকু বুকের মাঝে অভিমান জমা আছে

সেটুকুই তো শুধু ‘আমি’ !

 

(২)

 

বোরখা

 

নির্বাপণ বলো না–

যেটুকু গোধূলির আলো লেগে আছে দেখে নিতে দাও শেষ বার

প্রিয়ার মুখখানি…

সাঁঝ এলে অন্ধকার টেনে নেবে তার

বোরখা–

আবার সকাল হবে কবে ?

 

১,৬৯৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নাম :তাপসকিরণ রায়। পিতার নাম : স্বর্গীয় শৈলেশ চন্দ্র রায়। জন্ম স্থান: ঢাকা , বাংলা দেশ। জন্ম তারিখ:১৫ই এপ্রিল,১৯৫০. অর্থশাস্ত্রে এম.এ.ও বি.এড. পাস করি। বর্তমানে বিভিন্ন পত্র পত্রিকাতে নিয়মিত লিখছি। কোলকাতা থেকে আমার প্রকাশিত বইগুলির নামঃ (১) চৈত্রের নগ্নতায় বাঁশির আলাপ (কাব্যগ্রন্থ) (২) তবু বগলে তোমার বুনো ঘ্রাণ (কাব্যগ্রন্থ) (৩) গোপাল ও অন্য গোপালেরা (শিশু ও কিশোর গল্প সঙ্কলন) (৪) রাতের ভূত ও ভূতুড়ে গল্প (ভৌতিক গল্প সঙ্কলন) (৫) গুলাবী তার নাম (গল্প সঙ্কলন)
সর্বমোট পোস্ট: ১১২ টি
সর্বমোট মন্তব্য: ১৬৬৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-১১ ১৫:৪৩:৫৪ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

  1. মৌনী রোম্মান মন্তব্যে বলেছেন:

    ‘দুটি কবিতা’ই ভালো লেগেছে ।
    তবে বোরখা – যেন গভীরে ছুঁয়ে দেয়

  2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল । ভাল থাকুন ।

  3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল ।

  4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    সুন্দর,
    ভাল লাগলো দাদা।

  5. আরজু মন্তব্যে বলেছেন:

    সাঁঝ এলে অন্ধকার টেনে নেবে তার

    বোরখা–

    আবার সকাল হবে কবে ?
    খুব ভাল লাগল এই লাইনগুলো।

  6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    দারুন কবিতা ……… অসম্ভব ভাল লাগা রইল

  7. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    অনেক ধন্যবাদ রইল।

  8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ২টি ই ভালো হইছে কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top