দেয়াল
এই লেখাটি ইতিমধ্যে 1833বার পড়া হয়েছে।
বিভেদের দেয়াল ভাঙতে পারে না সবাই- কেউ কেউ পারে!
নবজাতকের জন্য সুন্দর আগামীর স্বপ্ন
দেখেছিল একদা কিশোর সুকান্ত- অনেকেই আরো দেখেছে হয়ত
তবু পৃথিবীর জঞ্জাল সরে নি আজো।
পায় নি ওরা সুন্দর আগামী।
এখনো পৃথিবীর আনাচে-কানাচেই মরছে শিশু
শান্তিপ্রিয় মানুষ।
শান্তির পৃথিবীতে অশান্তির কালো ছায়া
মুছে ফেলার সময় তবু আসে নি!
অথচ এটা সভ্য যুগ! সভ্যতার খোলনলচে পড়ে আছে বেশ!
হায়েনার মতো, পিশাচের মতো
রক্তপানে মেতে ওঠে ওরা। কিছুই বলতে পারে না কেউ।
সবাই যেন বোবা আজ! সবাই অন্ধ!
মুখ আছে- ভাষা নেই।
চোখ আছে- জ্যোতি নেই।
তাই দেখেও দ্যাখে না কেউ।
১,৮০৯ বার পড়া হয়েছে
আমি অতি সাধারণ একজন মানুষ। সাদামাটা জীবনযাপন পছন্দ করি।নিজ কাজের প্রতি দায়বদ্ধ। লেখালেখি করি মনের তাড়না থেকে। ভালবাসি মা, মাটি ও মানুষকে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক কখনোই তা কামনা করি না।
প্রকাশিত গ্রন্থঃ জননী ও জন্মভূমি ( ছড়াগ্রন্থ), প্রিয়বন্ধু (উপন্যাস), শেষ বিকেলের কেউ (কাব্যগ্রন্থ)
প্রকাশিতব্য গ্রন্থঃ
কাব্যগ্রন্থঃ দুঃসময়ের মুখোমুখি/
উপন্যাসঃ স্বপ্নপুরাণ , কাগজের ফুল , ক্রান্তিকাল , নিষিদ্ধ প্রণয় , কামিনী /
কিশোর উপন্যাসঃ অভিযানঃ শ্মশানপুরীর রহস্য , গন্তব্য অচিনপুর/
শিশুতোষ ছড়াগ্রন্থঃ খোকন যাবে চাঁদের দেশে , ফুলের হাসি শিশুর হাসি।।
যা কিছু প্রিয়
-------------
প্রিয় ব্যক্তিত্বঃ মহানবী হযরত মুহাম্মদ (সঃ)।
প্রিয় কবিঃ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রাহমান, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, জসীম উদদীন।
প্রিয় ছড়াকারঃ সুকুমার রায়।
প্রিয় লেখকঃ হুমায়ুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রিয় জায়গাঃ নিজ গ্রাম।
প্রিয় সংগীতঃ বাউল গান, দেশ গান।
ভালোবাসাঃ আমার মেয়ে মায়িশা সামিহা অরণি ও মাশতুরা সাহিবা অবনী।।
প্রিয় উক্তি : আমি যা তার জন্য লজ্জিত হলে ক্ষতি নেই, কিন্তু যা নই তার জন্য শ্রদ্ধাস্পদ হতে চাই না। (লেখক:অজ্ঞাত)।
সর্বমোট পোস্ট: ৮৬ টি
সর্বমোট মন্তব্য: ১২০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-১৬ ১৭:৪০:৫৪ মিনিটে
কেমন করে ওদের ঘৃনা জানাবো, যারা শিশুদের ভবিষ্যত তৈরির বদলে শিশুদের নির্বিচারে হত্যা করছে।
ওদের ঘৃণা জানাবার ভাষা নেই ভাই।
খুবই ভাবনার
ভাল লাগল
ধন্যবাদ দাদা।
চোখ আছে জ্যোতি নেই
মুখ আছে ন্যায়ের কথা নেই মুখে। এটাই সভ্য যুগ
কবিতা ভাল হইছে। ভাল লাগা রইল।
ধন্যবাদ আপু। ভাল থাকবেন।
খুব বাস্তব সম্মত লেখা…ভালো লাগলো ভাইয়া…!
ধন্যবাদ আপু। ভাল থাকবেন।
যারা মানুষ হত্যা করে তারা কি মানুষ
………………………………..
সুণ্দর কাব্যতা বেশ
শুভ কামনা
শুভ সকাল
ধন্যবাদ প্রিয়…