নতুন ঘোষণা
এই লেখাটি ইতিমধ্যে 2381বার পড়া হয়েছে।
প্রিয় লেখক / প্রদায়ক বন্ধুরা
আমরা চাই প্রতিমাসে বেশিসংখ্যক বন্ধুদের পুরুস্কার দিতে। আর সে জন্য এই মাস থেকে আমরা আমরা সর্বোচ্চ মন্তব্যকারী ক্যাটাগরিতে তিনজনকে প্রতিমাসে “জিরো ২ ইনফিনিটি” ম্যাগাজিন এর চলতি কপি দিতে চাই। তবে এই ক্যাটাগরিতে ঐ মাসের সেরা তিনজন প্রদায়ক বিবেচিত হনে না। আর মন্তব্যকারীকে কমপক্ষে ১০০০ মন্তব্য করতে হবে।
আমাদের পুরুস্কার ক্যাটাগরিগুলো হল –
ক্যাটাগরি ১ – পয়েন্ট এর ভিত্তিতে সেরা তিনজন প্রদায়ক
ক্যাটাগরি ২ – প্রতিমাসে বের হওয়া ইবুকে প্রাপ্ত সর্বাধিক মন্তব্যকারি পাবেন সেরা সমালোচক পুরুস্কার
ক্যাটাগরি ৩ – লেখার ভিত্তিতে প্রতি মাসে সেরা লেখক
ক্যাটাগরি ৪ – সর্বোচ্চ মন্তব্যকারী
ক্যাটাগরি ৫ – প্রতি মাসে যারা মাসে ৩০০০ এর অধিক পয়েন্ট পাবেন অথবা যাদের লেখা মাসে ৪০০০ এর অধিকবার পড়া হবে
এ ছাড়া
১। প্রতিমাসে প্রথম ২০ জনের প্রাপ্ত পয়েন্টের ৫% পরবর্তী মাসের সাথে যোগ হয়ে যাবে। এটি অক্টোবর মাস থেকেই কার্যকর হবে। অর্থাৎ অক্টোবর মাসের সেরা ২০ জনের পয়েন্টের ৫% নভেম্বর মাসে যোগ হবে।
২। প্রতিমাসের ১৫ তারিখের মাঝে যারা ১০০০ এর অধিক মন্তব্য করবেন তারা সবাই অতিরিক্ত ২০০ পয়েন্ট বোনাস পাবেন।
আরও বিস্তারিত জানার জন্য আমরা আপনাদেরকে পয়েন্ট বণ্টন ও পুরষ্কার পদ্ধতি পড়ে নেবার জন্য অনুরোধ করছি।
আশা রাখি আমাদের এই নতুন ঘোষণা আপনাদের আরও বেশি বেশি লিখতে ও মন্তব্য করতে উৎসাহ দিবে।
শুভেচ্ছান্তে
সম্পাদক
চলন্তিকা ব্লগ
২,৬০৪ বার পড়া হয়েছে
অবশ্যই প্রশংসনীয় উদ্দ্যেগ কিন্তু নিয়ম কানুনটা মনে হয় একটু বেশী হয়ে যাচ্ছে…এত সব নিয়ম মেনে লেখালেখি করা কি সম্ভব…তাছাড়া এত হিসাব রাখাওতো একটা ফ্যাক্টর…তবে এটা বলতে পারি চলন্তিকার আপন স্বকীয়তার কারনে গ্রহনযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে..যা আমাদের জন্য খুবিই প্রেরণার….
মিলন ভাই, একটুতো নিওম কানুন থাকবেই। তবে কাউকেই হিসাব রাখতে হবে না। আপনি লগইন অবস্থায় সব ডাটা আপনার আশেপাশেই দেখতে পাবেন। আপনাদের সহযোগিতা ও উৎসাহতে চলন্তিকা আজ এই পর্যায়ে এসেছে। আর সে জন্য আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ।
”১। প্রতিমাসে প্রথম ২০ জনের প্রাপ্ত পয়েন্টের ৫% পরবর্তী মাসের সাথে যোগ হয়ে যাবে। এটি অক্টোবর মাস থেকেই কার্যকর হবে।”
উপরোক্ত নিয়মটা যেহেতু এ মাসে সংযোজন করা হয়েছে এর প্রয়োগটা আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাস থেকে করলে ভাল হবে।
হ্যাঁ, অক্টোবর মাসের সেরা ২০ জনের পয়েন্টের ৫% নভেম্বর মাসে যোগ হবে।
ধন্যবাদ সিদ্ধান্তটি গ্রহণ করার জন্য।
হ্যাঁ,সব কিছুই নিয়মের মধ্যে দিয়ে চলা ভাল।ভাল ব্যাবস্থা।ধন্যবাদ।
ভালো প্রস্তাব। ব্লগে গতি আসতে শুরু করেছে।
সুন্দর প্রস্তান
সাথেই আছি
সাথে আছি…।
সম্পাদক ভাই,
ভালো নিয়ম করেছেন ।
আশা করছি তাহলে যে কোনো একটা পুরস্কার অবশ্যই পেয়ে যাব
অন্ততপক্ষে একহাজার কমেন্টস তো করা যাবে
সব লেখক রা তৈরি হয়ে যাও কমেন্টস এর ঝড় হয়ে আসতেছি
শোন আমি কিন্তু পুরস্কার জন্য কমেন্টস করতে থাকব
সিরিয়াসলি কৌতুক না
ধন্যবাদ সিদ্ধান্তটি গ্রহণ করার জন্য সম্পাদক ভাই।
স্বাগতম মিস আরজু
আমরাও প্রস্তুত
দেখি -কেমন মন্তব্য বানে ভাসিয়ে দিতে পারেন…..
ইনশাআল্লাহ চলন্তিকার সনে আছি ।
আশা করি সাফল্যের সহিত চলন্তিকা এগিয়ে যাক ।
২। প্রতিমাসের ১৫ তারিখের মাঝে যারা ১০০০ এর অধিক মন্তব্য করবেন তারা সবাই অতিরিক্ত ২০০ পয়েন্ট বোনাস পাবেন।
ব্যাপারটা কঠিন হয়ে গেল না। ১৫ দিনে ১০০০ মন্তব্য করতে হলে গড়ে প্রতি লেখায় দুটি করে মন্তব্য করলেও ৫০০ টি পোস্টের প্রয়োজন। যা চলন্তিকার ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৬৪৮টি পোস্ট দেয়া হয়েছে! তাছাড়া একই মন্তব্য বার বার ও এক/দুই শব্দে মন্তব্য করাও নিষেধ আছে। সম্পাদক সাহেব ভেবে দেখবেন কি?
সম্পাদক ভাই
আমি তো খেয়াল করে দেখিনি আপনি বলছেন পনর তারিখের মধ্যে যদি ১০০০ comments করা যায় তবে ফ্রি মাগাজিন পাওয়া যাবে। এটা তো কিভাবে সম্ভব ? তাহলে তো প্রতিদিন আমাকে ৬৬ theke ৬৭ কমেন্টস লিখতে হবে? তো সব কাজ ছেড়ে সুধু কমেন্টস লিখতে হবে। আরেকটা কাজ করা যায়।
আপনার লিখাটি চমত্কার হইয়াছে এরকম একটা কমেন্ট কপি পেস্ট করে সবার লিখা যদি না পরে করি তাহলে এটা সম্ভব। আমার মনে হয় কি ভাই একটা কাজ করতে পারেন যদি আমার কোথায় কিছু মনে না করেন কমেন্টস এর সংখা না দেখে ভালো কমেন্টস এর ভিত্তিতে স্কোর করে নির্বাচন যদি করেন। নাহলে দেখা যাবে সবাই লিখা ঠিকমত না পরে কমেন্টস করছে। কেননা আমাকে যদি ৬০ টার বেশি কমেন্ট লিখতে হয়।
এটা ঠিক আমার উপদেশ না। আপনি অবশ্যি আপনার নিজের মত ভেবে দেখবেন।
আপনার জন্য অনেক শুভকামনা অনেক ভালবাসা
আসলে ব্যাপারটা কঠিন ।
শুভ উদ্দ্যোগ,সফল হোক।
এখন আমাদের নামের পাশে যে অর্জতি পয়েন্ট দেখানো হচ্ছে তাতে কি গতমাসের ৫% যোগ করা আছে ? প্রশ্নটা করলাম আমি যেহেতু প্রথম ২০ জনের মধ্যে ছিলাম।
১। প্রতিমাসে প্রথম ২০ জনের প্রাপ্ত পয়েন্টের ৫% পরবর্তী মাসের সাথে যোগ হয়ে যাবে। এটি অক্টোবর মাস থেকেই কার্যকর হবে। অর্থাৎ অক্টোবর মাসের সেরা ২০ জনের পয়েন্টের ৫% নভেম্বর মাসে যোগ হবে।