Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নর-নারী নারী-নর(অণুকাব্য)

লিখেছেন: অংকুর | তারিখ: ০২/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1912বার পড়া হয়েছে।

(১)

নর ছাড়া নারী
উনুনে শুন্য হাঁড়ি
নারীর মূল্য নরে
হারালে অশ্রু ঝরে।।

(২)

হাঁড়ির খবর জানে নারী
নরের হাতে ডান্ডা বেরি
কিসের এত জারিজুরি
তিন কালে শুধুই নারী।।

২,০১২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫ টি
সর্বমোট মন্তব্য: ৫৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-৩০ ০৮:০৫:১৪ মিনিটে
banner

১৭ টি মন্তব্য

  1. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

    ভাল, খুব সুন্দর ছোট কবিতা।

  2. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    ছোট কবিতা আমার খুব ভাল লেগেছে। সামনে নতুন কিছু কবিতা আশা করছি।

  3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    বাহ! চমৎকার শব্দ চয়ন।

  4. আলমগীর সরকার লিটন মন্তব্যে বলেছেন:

    দাদা
    সুন্দর হয়েছে অনুকাব্য
    অভিনন্দন

  5. অংকুর মন্তব্যে বলেছেন:

    অনেক ধন্যবাদ!

  6. গৌমূমোকৃঈ মন্তব্যে বলেছেন:

    খুব ভালো লেগেছে। শুভকামনা।

  7. আনোয়ার জাহান ঐরি মন্তব্যে বলেছেন:

    আমি কবিতা পছন্দ করি। ভাল লেগেছে।

  8. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    সুন্দর,, লক্ষ্য রাখবেন, নারীরা আবার আপনার উপর ক্ষেপে না যায়, তারা প্রশ্ন করতে পারে- নর ছাড়া নারী
    উনুনে শূন্য হাড়ি হতে যাবে কেন ?
    নারী ছাড়া নরের মূল্য আছে কোনো?

  9. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    নর ছাড়া নারী
    উনুনে শুন্য হাঁড়ি
    নারীর মূল্য নরে
    হারালে অশ্রু ঝরে।।

    সুন্দর ছন্দময় ছড়া !

  10. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    হাঁড়ির খবর জানে নারী
    নরের হাতে ডান্ডা বেরি
    কিসের এত জারিজুরি
    তিন কালে শুধুই নারী।।

    খুব সুন্দর তো……..

    আপনি আর এখানে লিখেন না 🙁

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top