Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নিগূঢ় দুঃখ

লিখেছেন: জাফর পাঠান | তারিখ: ২২/০৪/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1499বার পড়া হয়েছে।

নিগূঢ় দুঃখ

জাফর পাঠান

 

খুব বেশি দিন হয়নি

অতি অল্প সময়ে শুরু

ওর সাথে আমার নিতি মাখামাখি,

হুট করে চলে আসা

হুট করেই হল দেখা

অতঃপর চিন্তাকুলিত চোখাচোখি।

আর পিছু তাকাতে হয়নি

এক মূহুর্তের জন্যি-

ও আমাকে আর ছেড়ে যায়নি,

অথচ সম্পর্কটা খুব বেশিদিন হয়নি।

সম্পর্কের সেই ছোট্ট বিন্দু

এখন হয়েছে মহাসিন্ধু,

জানিনা সাঁতার, নিত্য হাবুডুবু খাই সেখানে,

শান্তির অরবিন্দু, জানি পাবোনা এখানে।

 

অরণ্যের অরণী হয়ে পুড়ছি

দুখের দুঃখ হয়ে জ্বলছি,

সুখকে সুখের নিজভূমি থেকে তাড়িয়ে,

দুখ ফসল ফলায় সুখের জমি নিংড়িয়ে।

পরিণত বয়সে,-পরিণয়ে আবদ্ধ যেদিনে,

সোৎসাহে ওর বীজ বপন শুরু সেদিনে।

 

দুঃখকে দাবড়িয়ে কাটিয়েছি সারা জীবনে,

ও এখন আমাকে দাবড়ায়, সহি সঙ্গোপনে।

 

অথচ দুঃখের সাথে আমার সম্পর্কটা

খুব বেশিদিন হয়নি।

১,৪৯৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
POET & JOURNALIST
সর্বমোট পোস্ট: ৬৯ টি
সর্বমোট মন্তব্য: ১৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-২৪ ০৪:০৫:৪১ মিনিটে
Visit জাফর পাঠান Website.
banner

৫ টি মন্তব্য

  1. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    চমৎকার হয়েছে ভাই

  2. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    অতি অল্পসময়ে শুৱু কিন্তু শেষ হতে অনেক দেৱি এ হচ্ছে দুঃখেৱ কাজ পড়ে ভাল লাগলো

  3. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    সুন্দর প্রেমের কবিতা, সাধুবাদ কবি।

  4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ, কাজেই দুঃখে যেন করতে পারি জয়।

  5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    দু;খকে মেনে নিতেই হবে
    সুখ দু;খ পয়সার এপঠি আর ওপিঠ
    বেশ ভাল লাগলো
    ভাল ভাবনা
    শুভ কামনা
    শুভ বিকেল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top