“নিরাকার প্রতিচ্ছবি“
এই লেখাটি ইতিমধ্যে 1334বার পড়া হয়েছে।
আমার মন তোমার ইচ্ছের নিরাকার প্রতিচ্ছবি।
তোমার ইচ্ছের ছাঁচে করেছ সৃজন।
করেছ আমায় তোমার ইচ্ছের অনুগত
তোমার কাঁকনের সুরে আমার নাচন।
তোমার আঁচলের গিঁটে আমার প্রাণ ভ্রোমর
তোমার ইচ্ছেতে শ্বাস-প্রশ্বাস।
আমায় করেছে সম্মোহিত
তোমার খাটো কেশের সুবাস।
তোমার ইচ্ছের নিরাকার প্রতিচ্ছবি এঁকেছ
তোমার ইচ্ছের জোয়ার ভাটার তটে।
কখনও প্রভাতের ফুরফুরে মেজাজে এঁকেছ
কখনও গোধূলির বিষণ্ণ পটে।
কখনও তোমার ইচ্ছের খামখেয়ালীপনার আদলে
অসংগতির অতিউৎসাহী বিলাসী আধিখ্যেতা।
যুক্তির রেখা অগ্রাহ্য করে
আবেগের অদৃশ্য রেখায় প্রতিচ্ছবির পরিপূর্ণতা।
তোমার কল্পনার কাগজে এঁকেছ প্রতিচ্ছবি
যে কাগজে শুধু তোমার একক অধিকার।
তোমার ইচ্ছের তুলি’র পরশে এঁকেছ
আমার মন তোমার স্বেচ্ছাচারিতার সমাহার।
আমার মন তোমার ইচ্ছের নিরাকার প্রতিচ্ছবি।
তোমার ইচ্ছের করি অনুকরণ।
তোমার ইচ্ছেকে দিশারী মেনে
আজ আমার মনের নির্বাসন।
১,৩৮১ বার পড়া হয়েছে
Comments are closed.
সর্বশেষ ১০টি মন্তব্য