Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“নিরাকার প্রতিচ্ছবি“

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ৩০/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1334বার পড়া হয়েছে।

আমার মন তোমার ইচ্ছের নিরাকার প্রতিচ্ছবি।

তোমার ইচ্ছের ছাঁচে করেছ সৃজন।
করেছ আমায় তোমার ইচ্ছের অনুগত
তোমার কাঁকনের সুরে আমার নাচন।
তোমার আঁচলের গিঁটে আমার প্রাণ ভ্রোমর
তোমার ইচ্ছেতে শ্বাস-প্রশ্বাস।
আমায় করেছে সম্মোহিত
তোমার খাটো কেশের সুবাস।

তোমার ইচ্ছের নিরাকার প্রতিচ্ছবি এঁকেছ
তোমার ইচ্ছের জোয়ার ভাটার তটে।

কখনও প্রভাতের ফুরফুরে মেজাজে এঁকেছ

কখনও গোধূলির বিষণ্ণ পটে।

কখনও তোমার ইচ্ছের খামখেয়ালীপনার আদলে

অসংগতির অতিউৎসাহী বিলাসী আধিখ্যেতা।

যুক্তির রেখা অগ্রাহ্য করে

আবেগের অদৃশ্য রেখায় প্রতিচ্ছবির পরিপূর্ণতা।

 

তোমার কল্পনার কাগজে এঁকেছ প্রতিচ্ছবি

যে কাগজে শুধু তোমার একক অধিকার।

তোমার ইচ্ছের তুলি’র পরশে এঁকেছ

আমার মন তোমার স্বেচ্ছাচারিতার সমাহার।

 

আমার মন তোমার ইচ্ছের নিরাকার প্রতিচ্ছবি।

তোমার ইচ্ছের করি অনুকরণ।

তোমার ইচ্ছেকে দিশারী মেনে

আজ আমার মনের নির্বাসন।

১,৩৮১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

Comments are closed.

go_top