নোটিশ
নির্জন সাক্ষর
এই লেখাটি ইতিমধ্যে 1676বার পড়া হয়েছে।
থেমে গেছে পান্ডুলিপির আয়োজন মাতাল গঙা জল।
নিকোটিনে জ্বলা বিষাক্ত হৃদয়,
সরিষার ফুলে, কোমলকোলে ঘুমিয়ে আছে শিশিরের জল।
থেমে গেছে রাস্তার জ্যাম, স্তব্দ ফুটফাৎ, ঝন-ঝন রিক্সার বেল।
এক কদম ও আর এগুলোনা সামনে, জমাট বাধা পিপড়ার রেল।
নিড়ে ফিরলো স্নিগ্ধ গাঙ চিল,
স্মৃতি গুলো সব পরে থাকুক।
চিঠি হাতে বাড়ি ফিরলো ছোটা খোকাটি,
বিলেত ফেরত বড় ভাইয়ের চিঠি।
দাড়িয়ে থাকা ল্যাম্পোষ্ট, সে এক নির্জন সাক্ষর।
১,৬৩৮ বার পড়া হয়েছে
কঠিন…!
নঠিক
আসলেই কঠিন লিখেছ
ভাল লাগল অনেক অনেক।
কবিতা ভাল হয়েছে,
তবে,
স্তব্দ>স্তব্ধ হবে
আর, ফুটফাৎ এর মানে বুঝলাম না।
ভাল লাগল !
কবিতা ভাল হয়েছে, আর একটু মনযোগ প্রয়োজন।
বানান: সাক্ষর>স্বাক্ষর, স্তব্দ>স্তব্ধ, ফুটফাৎ>ফুটপাথ,বাধা>বাঁধা, পিপড়ার>পিঁপড়ার,নিড়ে>নীড়ে, পরে>পড়ে, দাড়িয়ে>দাঁড়িয়ে….
কিছু বানান দেখে নিন
কবি বুলবুল ভাইয়রে সাথে সহমত