Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নির্জন সাক্ষর

লিখেছেন: ঘাস ফড়িং | তারিখ: ০৭/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1676বার পড়া হয়েছে।

থেমে গেছে পান্ডুলিপির আয়োজন মাতাল গঙা জল।
নিকোটিনে জ্বলা বিষাক্ত হৃদয়,
সরিষার ফুলে, কোমলকোলে ঘুমিয়ে আছে শিশিরের জল।

থেমে গেছে রাস্তার জ্যাম, স্তব্দ ফুটফাৎ, ঝন-ঝন রিক্সার বেল।
এক কদম ও আর এগুলোনা সামনে, জমাট বাধা পিপড়ার রেল।

নিড়ে ফিরলো স্নিগ্ধ গাঙ চিল,
স্মৃতি গুলো সব পরে থাকুক।
চিঠি হাতে বাড়ি ফিরলো ছোটা খোকাটি,
বিলেত ফেরত বড় ভাইয়ের চিঠি।

দাড়িয়ে থাকা ল্যাম্পোষ্ট, সে এক নির্জন সাক্ষর।

১,৬৩৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
I'm one of between you and he.
সর্বমোট পোস্ট: ১১৯ টি
সর্বমোট মন্তব্য: ৯৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৮ ১৩:১৯:৫৬ মিনিটে
banner

৭ টি মন্তব্য

  1. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

    কঠিন…!

  2. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    নঠিক

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    আসলেই কঠিন লিখেছ

    ভাল লাগল অনেক অনেক।

  4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    কবিতা ভাল হয়েছে,
    তবে,
    স্তব্দ>স্তব্ধ হবে

    আর, ফুটফাৎ এর মানে বুঝলাম না।

  5. Crown. মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল !

  6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    কবিতা ভাল হয়েছে, আর একটু মনযোগ প্রয়োজন।
    বানান: সাক্ষর>স্বাক্ষর, স্তব্দ>স্তব্ধ, ফুটফাৎ>ফুটপাথ,বাধা>বাঁধা, পিপড়ার>পিঁপড়ার,নিড়ে>নীড়ে, পরে>পড়ে, দাড়িয়ে>দাঁড়িয়ে….

  7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    কিছু বানান দেখে নিন

    কবি বুলবুল ভাইয়রে সাথে সহমত

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top