Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নির্বাচিত কবিতা সংকলন সানুনয় নিবেদন

লিখেছেন: হাসান ইমতি | তারিখ: ২৫/০৭/২০১৬

এই লেখাটি ইতিমধ্যে 1510বার পড়া হয়েছে।

লেখনী সাহিত্য প্রকাশনার ব্যানারে প্রকাশিত হল আমার একক কাব্য সংকলন “সানুনয় নিবেদন”, ভিন্ন ভিন্ন স্বাদের এক শয়ের মত নির্বাচিত কবিতাকে ১১৫ পাতার একটি সংকলন আকারে পাঠকের হাতে পৌঁছে দেবার এক প্রয়াস “সানুনয় নিবেদন” নামের লেখনী ই প্রকাশনার এই উদ্যোগ। এই ই সংকলনটি পাঠকের চাওয়া পূরণ করতে পারলে সেটাই হবে এই প্রয়াসের সার্থকতা।
এক মেগাবাইটের চেয়ে কম সাইজের এই বইটি ডাউনলোড করুন নিচের গুগল ড্রাইভ লিংক থেকে, আর সংকলনটি প্রচ্ছদ, লেখা, প্রকাশনা, গ্রন্থনা সব মিলিয়ে আপনার কেমন লেগেছে তা জানিয়ে আমাদের কাজের মূল্যায়নের মাধম্যে আরও ভালো ভালো কাজ করার সুযোগ দিন । আবারো বলছি এই সংকলনের লেখাগুলো পাঠকদের ভাল লাগলেই আমার সার্থকতা, যে কোন গঠন মূলক মতামতকে স্বাগত জানাই, ছোটখাট, ভুল ত্রুটি ও মুদ্রণ প্রমাদ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই প্রত্যাশা রাখছি ।

https://drive.google.com/file/d/0B8rvgTgQ3BpydTNXbWt0SmJfZlE/view?usp=drivesdk

১,৪৮৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি হাসান ইমতি, জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা । আমি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকি । এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সামহোয়্যার ইন ব্লগ, চলন্তিকা, ইস্টিশন, নক্ষত্র, আমার ব্লগ, চতুর্মাত্রিক ইত্যাদি। ইতিমধ্যে ই-ম্যাগের ভেতর অন্যনিষাদ, কালিমাটি, মিলন সাগর, জলভূমি, প্রতিচ্ছবি, বাঙ্গালিয়ানা সহ আরও কিছু ব্লগজিন ও বাজিতপুর প্রতিদিন, মিডিয়াবাজ, নব দিবাকর, তোমার আমার, বাংলা নিউজ ২৪, নারায়ণগঞ্জ টাইমস সহ আরও কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার লেখা । প্রিন্ট মিডিয়ার ভেতর গত ২০১৫ ইং বইমেলায় সাহিত্যকথা, অন্যপ্রকাশ, তারুন্য সহ আরও কয়েকটি সংকলনে আমার লেখা প্রকাশিত হয়েছে । এর বাইরে ভারতের দিগন্ত পত্রিকা, যুগসাগ্নিক, ঢাকার লেখচিত্র প্রকাশনী, বাংলার কবিতাপত্র, অতসী পত্রিকাসহ আরও কিছু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা । অনলাইনে আয়োজিত আটকাহন সাহিত্য পুরস্কার, গল্পলেখা সাহিত্য পুরস্কার ও সৃষ্টিসুখের উল্লাসে সাহিত্য পুরস্কার সহ আরও কিছু সাহিত্য পুরস্কার আমার লেখাকে সন্মানিত করেছে । ব্যক্তি জীবনে আমি কমনওয়েলথ এম বি এ শেষ করে সি এ করার পাশাপাসি একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানে নিরীক্ষা বিভাগে কর্মরত আছি । গুগলে অভ্র দিয়ে বাংলায় "হাসান ইমতি" লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আরও জানা এবং আমার লেখার একাংশ পড়া যাবে ।
সর্বমোট পোস্ট: ১৫৪ টি
সর্বমোট মন্তব্য: ৮০৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-১৪ ১১:৫৬:২৪ মিনিটে
Visit হাসান ইমতি Website.
banner

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top