Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নিস্তব্ধ রাত

লিখেছেন: ঘাস ফড়িং | তারিখ: ১৫/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1923বার পড়া হয়েছে।

মাথার উপরে প্যারিসের আকাশ,
ছোট ছোট তাঁরা জ্বলছে।
ঈষান কোনে মেঘ জমেছে,
কে যেনো হারিকেন নিয়ে সামনে এগিয়ে চলছে।

মৃদু স্বর, মৃদু শ্লোগান,
বিদ্যুৎ চমকা চিতকারে ছুটে আসছে,
নিয়ম মাফিক মধ্য রাতের ট্রেন।
কোথাও হর্নের শব্দ নেই,
নেই টি স্টলে নৈসর্গিক গুপ্তচোরের ভির।

ঘড়ির কাটা ডেকে যাচ্ছে অহরহ,
জ্যামিতিক কোনের মত।
হয়তো সরল রেখা কিংবা বিপ্রতীপ কোনে,
তুমি ঘাস হয়ে এসো এ রাত্রিতে,
বেঁকে যাওয়া সরল রেখার মধ্যখানে।

N.B. ভুল ত্রুটি মার্জনা করবেন।

১,৮৮৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
I'm one of between you and he.
সর্বমোট পোস্ট: ১১৯ টি
সর্বমোট মন্তব্য: ৯৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৮ ১৩:১৯:৫৬ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    লেখা ভাল হয়েছে।

  2. সুমন সাহা মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো লেখা।

    শুভেচ্ছা রইলো।

  3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    “কথাও হর্নের শব্দ নেই,
    নেই টি স্টলে নৈসর্গিক গুপ্তচোরের ভির (ভিড়!)।”

    ভাল হয়েছে, চেষ্টা অব্যাহত থাকুক।
    একটু কাব্যিক ও অর্থবোধক করতে হবে।

  4. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top