Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নৈঃশব্দের ভালবাসা

লিখেছেন: অনিরুদ্ধ বুলবুল | তারিখ: ০২/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1790বার পড়া হয়েছে।

নৈঃশব্দের ভালবাসায় কবিতারা বেঁচে থাক চিরকাল

চকিত বিশ্বাসে ঝুলন্ত অনুভবের ধূলি

উড়াই চেতনার পিরহানে। আমি মুক্তপ্রাণ তাই –

শুধু গেয়ে যাই, অনুকূল শব্দেরা করে কানাকানি

কিছুটা সময় হাঁটা নিষেধের আ’ল ধরে

তারপর অন্ধকারে, থিতু হয়ে যাওয়া।

বিচ্ছূত ভাবনার মৌমাছি উড়ে, রন্ধ্রে জাগায়

ভালবাসার শিহরণ আর সময় পাখীরা তখন

দূরে চলে যায় নিষেধের আঙিনা ছেড়ে।

 

বাক-চাতুর্যের খেলা –

খেলেছি খানিক কবিতার পাতা জুড়ে

সময় যে ঘনায় তটে,

এবার কি না যেতে হবে?

নিয়তি এমনই বলে, দেখেছি তা প্রতি পলে।

ডেকে যায় ক্ষীণস্বরে চঞ্চল ‘বুলবুল’,

কখনো কি স্থির হয়, বসে পাখী একই ডালে?

প্রহরে প্রহর মিলে কাটছে মিনিট ঘন্টা দিন,

সময় যে হাতে আছে গোনা প্রহরের!

 

কি জানি কী এত সুধা করেছি বপন

কবিতার পাতা জুড়ে; ঠিক তার পাইনা খুঁজে।

ক্ষণে ক্ষণে বন্ধুরা করে কুশল বিনিময়,

আসে শুভাশিস, প্রীতির অর্ঘ্য শত অরিহবাণী

পাইনি যা আগে কভু সারাটি জনম

বিলিয়েছি যত আপনারে, নিঃশেষে যাবার আগে.

জীবন ডিঙার অরিত্র আমি সুদূরের যাত্রী

কেউ নাহি পশে মোর সুখ কিবা দুঃখ,

বন্ধুরা এবার বেঁধেছে ঋণে।

 

এত সুখ ভাল লাগা কি করে সহি?

মরণ যে ডাকে পিছে কেমনে রহি?

১,৭৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
কৈফিয়ত - তোমরা যে যা-ই ব'ল না বন্ধু; এ যেন এক - 'দায়মুক্তির অভিনব কৌশল'! যেন-বা এক শুদ্ধি অভিযান - 'উকুন মেরেই জঙ্গল সাফ'!! প্রতিঘাতের অগ্নি-শলাকা হৃদয় পাশরে দলে - শুক্তি নিকেশে মুক্তো গড়ায় ঝিনুকের দেহ গলে!! মন মুকুরের নিঃসীম তিমিরে প্রতিবিম্ব সম - মেলে যাই কটু জীর্ণ-প্রলেপ ধূলি-কণা-কাদা যত। রসনা যার ঘর্ষনে মাজা সুর তায় অসুরের দানব মানবে শুনেছ কি কভু খেলে হোলি সমীরে? কাব্য করি না বড়, নিরেট গদ্যও জানিনে যে, উষ্ণ কুসুমে ছেয়ে নিয়ো তায় - যদি বা লাগে বাজে। ব্যঙ্গ করো না বন্ধু আমারে অচ্ছুত কিছু নই, সীমানা পেরিয়ে গেলে জানি; পাবে না তো আর থৈ। যৌবন যার মৌ-বন জুড়ে ঝরা পাতা গান গায় নব্য কুঁড়ির কুসুম অধরে বোলতা-বিছুটি হুল ফুটায়!! ভাল নই, তবু বিশ্বাসী - ভালবাসার চাষবাসে, জীবন মরুতে ফুটে না কো ফুল কোন অশ্রুবারীর সিঞ্চনে। প্রাণের দায়ে এঁকে যাই কিছু নিষ্ঠুর পদাবলী: দোহাই লাগে, এ দায় যে গো; শুধুই আমার, কেউ না যেন দুঃখ পায়।
সর্বমোট পোস্ট: ১৪৩ টি
সর্বমোট মন্তব্য: ২৪২২ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০২-১৪ ০২:৫৯:৫৩ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

    ভাববোধের কবিতা । চিরন্ত একটা সত্যকে মেনে নিয়ে চমত্কার ভাবে ফুটিয়ে তুলেছেন কবিতায়। শব্দ চয়নে যত্নশীল মনে হলো । ভালো লাগা রইলো কবিতায় । কবিকেও শুভেচ্ছা ।

    • অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

      আপনাদের ভালবাসার জোয়ারে ভেসেই এ লেখার অবতারণা।
      আপনার ভাল লেগেছে – এ ই আমার সান্ত্বনা।
      ভাল থাকুন প্রিয় কবি, শুভেচ্ছা নিন।

  2. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    নৈঃশব্দের ভালবাসায় কবিতারা বেঁচে থাক চিরকাল কবিতার এই লাইনটি খুবই ভালো লেগেছে আমার । কবিতাটিতে অনেক সহজ সরল শব্দের ব্যবহার হয়েছে । ভালো থাকবেন ।

    • অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

      আপনাদের ভালবাসার জোয়ারে ভেসেই এ লেখার অবতারণা।
      আপনার ভাল লেগেছে – এ ই আমার সান্ত্বনা।
      ভাল থাকুন প্রিয় কবি, শুভেচ্ছা নিন।

  3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    অনবদ্য লিখনী
    দারুন ভাব বোধের কবিতার ………………
    ভালোবাসা ৈনশব্দে হওয়া ই ভালো কি বলেন

    চমৎকার লিখা

    • অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

      খুব গভীর কোন ভাব বোধের নয় কবি – আপনাদের ভালবাসার জোয়ারে ভেসেই এ লেখার অবতারণা।
      আপনার ভাল লেগেছে – এ ই আমার সান্ত্বনা।
      ভাল থাকুন, শুভেচ্ছা নিন।

  4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    অনেক গভীরে ভাবার মতো মন থাকলেই কেবল এমন লিখা যায় । আমরা সবাই ক্ষণিকের যাত্রী ! এই সত্যটুকু বুকে ধারণ করেও এগিয়ে যেতে হয় জীবনের পথে ।
    সুন্দর, খুব সুন্দর কবিতা ।

    • অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

      আপনার মনোমুগ্ধকর মন্তব্যে প্রাণীত হলাম প্রিয়কবি। আপনাদের ভালবাসার জোয়ারে ভেসেই এ লেখার অবতারণা।
      আপনার ভাল লেগেছে – এ ই আমার বড় অর্জন।
      ভাল থাকুন বন্ধু, শুভেচ্ছা নিন।

  5. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    এত সুখ ভাল লাগা কি করে সহি?

    মরণ যে ডাকে পিছে কেমনে রহি?——– শেষ প্যাঁরায় এসে কবিতা জীবনের অমোঘ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছে। অভিবাদন কবি।।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top