নৌকাই ওদের বসবাস, জীবন সংসার
এই লেখাটি ইতিমধ্যে 1441বার পড়া হয়েছে।
সরকার পরিবর্তন হয়। পরিবর্তন হয় মানুষের, কিন্তু পরিবর্তন নেই তাদের ভাগ্যের। নৌকায় ওদের জীবন, কখনওবা নৌকায় মরন। বছরের পর বছর জীবন কাটে নৌকার ওপর। নদীত মাছ ধরে বংশানুক্রমে যুগ যুগ ধরে বেঁচে আছে ওরা। ওদের স্বপ্ন আছে ভালো ভাবে বেঁচে থাকার কিন্তু দারিদ্রতার কারনে সে স্বপ্ন পূরণ কল্পানাতীত। ওদের সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসে না কেউ।
নদীতে নৌকায় বাসবাস করে এক শ্রেণীর জেলে সম্প্রদায়। জেলে হলেও ওদের জীবনধারা অন্য জেলের মতো নয়। এদের জীবন কাটে মাটিতে নয় নৌকায়। স্ত্রী-সন্তানকে ছেড়ে জীবিকার তাগিদে মাছ ধরার জন্য নদীতেই জীবন কাটে তাদের।
নদীতে বসবাসরত এসব জেলেরা জানায়, তাদের পূর্ব পুরুষরা যুগ যুগ ধরে নদীতে মাছ ধরত। তাদের নৌকাতেই জীবন সংসার। একটি নৌকাতে রয়েছে ১০জন জেলের দল। নৌকাতে বসবাস করা প্রবীণ জেলে লিটন দাস (৬৩) জানায়, ঐতিহ্য ও জীবিকার সন্ধানে বুদ্ধি হওয়ার পর থেকেই নৌকাতেই তাদের জীবন যাপন। বিভিন্ন নদীতে মাছ ধরে তা বাজারে বিক্রি করে অনেকটা মানবেতর জীবন কাটাতে হয় তাদের। নিজেরা কষ্ট করলেও ছেলে-মেয়েরা অক্ষরজ্ঞান শিখে তাদের এই দুর্দশা গুছবে এটাই তাদের প্রত্যাশা।
প্রতিদিন নদীতে মাছ ধরে এমন অনেক জেলে। মাছ ধরা আর বাজারে বিক্রি করাই তাদের কাজ। নৌকাতেই কাটে তাদের দিন-রাত। নদীর নৌকাতে বসবাসরত এসব জেলেকে প্রাকৃতিক দূর্যোগ ও কৃত্তিম দূর্যোগের মধ্যে সব সময় আতঙ্কে থাকতে হয়। কখনোবা জলদস্যুর খপ্পরে পড়ে জান-মাল হারাতে হয়। জেলে হারাধন জানান, প্রতি বছর আমরা জলদস্যুর তান্ডবে পড়ি।
বিগত বছরও জলদস্যুরা নৌকাতে হামলা চালিয়ে নগদটাকা, মোবাইল সহ প্রায় ৩০হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তাদের আকাঙ্খা সমাজে আর দশ জন মানুষের মতো ঘর-বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করার। তারা স্বপ্ন দেখে তাদের সন্তান লেখাপড়া শিখে সমাজের বড় কেউ হয়েছে। কিন্তু যুগ যুগ ধরে দেশে চাকা ঘুরছে অনেক মানুষের। অনেক পল্লী হয়েছে শহর। কিন্তু ওদের সেই স্বপ্ন আর আকাঙ্খা আজও বাস্তবায়নে এগিয়ে আসেনি কোনো সরকার বা সংস্থা। এখনও তাদের রোদ-বৃষ্টি আর মহাদূর্যোগের জীবন কাটে নৌকাতেই।
১,৪১২ বার পড়া হয়েছে
প্রতিদিন নদীতে মাছ ধরে এমন অনেক জেলে। মাছ ধরা আর বাজারে বিক্রি করাই তাদের কাজ। নৌকাতেই কাটে তাদের দিন-রাত। নদীর নৌকাতে বসবাসরত এসব জেলেকে প্রাকৃতিক দূর্যোগ ও কৃত্তিম দূর্যোগের মধ্যে সব সময় আতঙ্কে থাকতে হয়। কখনোবা জলদস্যুর খপ্পরে পড়ে জান-মাল হারাতে হয়। জেলে হারাধন জানান, প্রতি বছর আমরা জলদস্যুর তান্ডবে পড়ি।
জেলেদের জীবন নিয়ে সুন্দর বর্ণনা। মন ছুয়েছে লেখাটি। অনেক ধন্যবাদ দিদারুল ভাই। শুভেচ্ছা রইল।
সমুদ্র তটে বেড়াতে গিয়ে দূরে দূরে সেই সব নৌকা দেখি ।
ভাল লাগল পড়ে
ভাল থাকবেন ,
আসলেই কঠিন জীবন ব্যবস্থা
অতি করুন জীবন এঁদের। এতো করুন যে আমরা কল্পনাও করতে পারবনা তা।
ধন্যবাদ দিদারুল ভাইকে অসাধারন এই পোষ্ট দেওয়ার জন্য।
এই এক জীবন যেখানে যুদ্ধ আর সংগ্রাম নিত্য তাদের সঙ্গী…
ধন্যবাদ সকলকে…