পবিত্র কুরআন ও আল হাদীসের বাণী- পর্ব: ৫
এই লেখাটি ইতিমধ্যে 1392বার পড়া হয়েছে।
* ‘‘আযান ও ইকামতের মাঝে দুআ ফিরিয়ে দেওয়া হয় না।” (আহমদ, তিরমিযী, আযদাউদ, সহীহ)
* যে রমযান পেল কিন্তু পাপমুক্ত হতে পারল না, তার মত হতভাগা কেউ নেই। — আল-হাদীস।
* রমজানে ৪টি কাজ বেশী বেশী করতে বলেছে হযরত মুহাম্মাদ (স:)। ১। কালিমা পাঠ করা। ২। আল্লাহ্ কাছে তওবা করা। ৩। জান্নাতের আশা করা। ৪। জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুকঃ (আমিন)
* মৃত্যুর পর মানুষের কোন অঙ্গ কতসময় সক্রিয় থাকে??? 1. চোখ= ৩১ মিনিট 2. অন্তর বা হৃদয়= ১০ মিনিট 3. ব্রেন= ১০মিনিট 4. পা= ৪ঘন্টা 5. চামড়া=৫দিন 6. হাঁড়=৩০দিন। আর অনন্তকাল সক্রিয় থাকবে মানুষের নেক আমল।
* ‘‘যে ব্যক্তি মিথ্যা বলা, মিথ্যা কার্যক্রম এবং মূর্খতা সুলভ আচরণ পরিহার করে না তার পানাহার হতে বিরত থেকে উপবাস করা আল্লাহর নিকট প্রয়োজন নেই।” (বুখারী)।
* ‘‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে লা ইলাহা ইল্লাল্লাহ বলল আল্লাহর তার জন্য দোযখ হারাম করে দিলেন।” (বুখারি ও মুসলিম)।
* জনৈক লোক নবী করিম সা. এর নিকট এসে জিহাদে অংশগ্রহণের অনুমতি প্রার্থনা বলল, নবীজী জিজ্ঞেস করলেন, ‘‘তোমার পিতা-মাতা জীবিত আছেন?” সে বলল, হ্যাঁ। নবীজী তাকে বললেন, ‘‘তুমি গিয়ে তাদের পেছনে জিহাদ কর।” (অর্থাৎ, তাদের খেদমতে চেষ্টা-শ্রম ব্যয় কর) (বোখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি ও নাসায়ি)।
* হজরত আবু হোরায়রা রা: থেকে বর্ণিত প্রিয় নবী সা: বলেছেন, আল্লাহ বলেন, ‘‘রোজা ছাড়া বনী আদমের প্রতিটি কাজ তার নিজের জন্য, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেবো” (বুখারী শরিফ)।
* নবী সা. বলেন, ‘‘আল্লাহর নিরানব্বইটি নাম আছে। যে ব্যক্তি এ নামগুলো গণনা করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।” (বুখারী ও মুসলিম)।
চলবে . . . . .
১,৪৬৯ বার পড়া হয়েছে
ইসলামী পোস্ট। ভাল লাগছে। রোজার মাসে কোরআন হাদীসের বাণী।
আপনাকে ধন্যবাদ। মন্তব্য করার জন্য।
আরো বাণী চাই।
ইনশাল্লাহ্! দোয়া করবেন।
শিক্ষনীয় পোস্ট, চলুক
ইনশাল্লাহ্! দোয়া করবেন। আপনাকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আপনি অনেক বড় আলেম। অনেক সুন্দর কথা লিখেছেন। উপকারী পোষ্ট। আপনাকে স্যাল্যুট। আরও লিখবেন আশা করি।
ইনশাল্লাহ্ দোয়া করবেন।
আপনার পোষ্টগুলো আমাদের ক্ষুদ্র জ্ঞানকে সমৃদ্ধ করছে।
ধন্যবাদ। কাউছার আলম ভাই। দোয়া করবেন যেন আরও এ রকম পোস্ট দিতে পারি।
আপনাকে ও ধন্যবাদ।
শিক্ষনীয় পোস্ট,আরো বাণী চাই।
++
জনৈক লোক নবী করিম সা. এর নিকট এসে জিহাদে অংশগ্রহণের অনুমতি প্রার্থনা বলল, নবীজী জিজ্ঞেস করলেন, ‘‘তোমার পিতা-মাতা জীবিত আছেন?” সে বলল, হ্যাঁ। নবীজী তাকে বললেন, ‘‘তুমি গিয়ে তাদের পেছনে জিহাদ কর।” (অর্থাৎ, তাদের খেদমতে চেষ্টা-শ্রম ব্যয় কর) (বোখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি ও নাসায়ি)।
আর আমরা কিছু ভন্দ আছি, যারা মানুষ মারার জন্য জিহাদে নামি।