নোটিশ
পরিচিত নগরী
এই লেখাটি ইতিমধ্যে 1525বার পড়া হয়েছে।
চেনা শহর, চেনা দালান,
চেনা নাগরিক, চেনা দেয়ালিকা।
চেনা ফড়িং, চেনা রাস্তায় অসহায় জেব্রা ক্রসিং।
পরিচিত এ শহরে উড়ে যায় কিছু কাক,
ভোর কিংবা সন্ধায় তারা ক্ষুদার তোলপাড়ে দিয়ে যায় ডাক।
আমার পরিচিত রাজপথ,
আমার পরিচিত পাঠশালা,
আমার পরিচিত পথঘাট,
আমার পরিচিত ল্যাম্পপোস্ট,
আমার পরিচিত বালিকা,
আর,
আমার পরিচিত ধূসর মাঠ।
পরিচিত এ শহরে জরিয়ে আছে আমার কিছু ইচ্ছে,
অবচেতন পাপীরা তা শেষ বাসে বিক্রি করে দিচ্ছে।
১,৪৮৩ বার পড়া হয়েছে
লেখা ভাল লাগল।
ভাল প্রচেষ্টা তবে কবিতায় বানাননের গুরুত্ব ভুললে চলবে না কবি।
যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করতে হবে।
বানান ভুল হলে শব্দের অর্থ ও বোধ পাল্টে যায়।
darun chondo darun kabbotaa darun lekha darun valo laglo