নোটিশ
পরীক্ষা
এই লেখাটি ইতিমধ্যে 1884বার পড়া হয়েছে।
সামনে আমার পরীক্ষা,
আমি আছি শুয়ে।
হেলায় হেলায় দিন গেল মোর
কাগজ কলম ধুয়ে।
মা বলে দুস্টমি নেই
বাবা বলে পড়তে বস,
স্যার বলে শীট নাও
সময় পেলে অংক কষ।
রুটিন পেয়ে হলাম খুশি
মাঝখানে আছে ফাকা
এই আনন্দে মাতছি আমি
পরীক্ষা শেষে হয়ে যাবো একা।
হটাত করে কি যে হল,
হরতাল আর অবরোধ এলো
সব আশা মাটিতে পড়লো
পরীক্ষা আমার পিছিয়ে গেল।
প্রস্তুতি ছিল বেশ ভাল
হরতালে অবরোধে সময় গেল
তারমাঝে বান্ধুবিটির বিয়ে হল
সে এখন আছে ভাল।
ধীরেধীরে পরীক্ষা শেষ হল
টেনশন কিছু কমে গেল
ফলাফলের চিন্তা মাথায় এলো।
এমনি করে তিনমাস গেল।
১,৮৩৬ বার পড়া হয়েছে
সুন্দর হয়েছে ! অনেক পরীক্ষাত্রী মনের কথা সুন্দর ভাবে ফুটে উটেছে কবিতায় !
আমিও পরীক্ষার্থি তাই হয়তো এভাবে সাজাতে পেরেছি। ধন্যবাদ
আহারে! প্রথম দিকের দুষ্টুমিষ্টি ভাবটা শেষে এসে কেমন মনমরা হয়ে গেলো। তবু সবসময় দুষ্টুমিষ্টি হয়েই থেকো, ভাই!
সুন্দর হয়েছে
হরতাল আর পরীক্ষা …
আমাদের অভ্যাস এমন হয়ে যাচ্ছে যদি কোনোদিন হরতাল হাঙ্গামা না থাকে তাহলে হয়তো মনে হবে কি যেন নেই …
বেশ সুন্দর বাস্তব কথাগুলো কবিতায় তুলে ধরেছ, ভাল লাগল। শুভেচ্ছা জেনো।
সুন্দর হয়েছে।।
শুভকামনা সতত
পড়ে ভালো লাগলো সো নাইস