নোটিশ
পুজিঁবাদ
এই লেখাটি ইতিমধ্যে 1564বার পড়া হয়েছে।
পিঁপড়া সম প্রানীদের আত্নার পরাধীনতা
স্পষ্ট পরিলক্ষিত চারিপাশে
শৃঙ্খলিত শিকল আবদ্ধ নয়
তবুও বুক ফাঁটা আত্ন চিৎকারগুলো
বুকবদ্ধ শ্বাসরোধী অনুভূতিতে
আত্ন চিৎকারে হামাগুড়ি দেয়,
চলতে, ফিরতে, নরন, চরনে মুক্ত হাওয়া
তবুও পুঁজিবাদী সমাজে
সাধারন মানুষগুলোকে অর্থের শূন্য করে
এক শ্রেনীর শোষকের রক্তচোষা দৃষ্টির নীচে
সর্বদা চলমান পঙ্গু জীবনে
নিজেদের পরিশ্রমের ঘামকে ভুলুন্ঠিত করা….
সাধারন বলেই হয়ত
নগন্য প্রানীর মত
পিঁপড়ে সম পরাধীনতার জালে আবদ্ধতা….
সাঈদ চৌধুরী.
১,৫৩৪ বার পড়া হয়েছে
Osposto boktobyeo kabyikota ache
valo laglo
পুঁজিবাদের মুল কথায় ভোগ বাদ। ভোগেই সুখ। ভাল লেগেছে।
কবিতা ভালো লাগলো, তবে আরও ভালো নিশ্চয়ই হবে আগামীতে।
কবিতায় দুইবার আত্ন চিৎকার শব্দটি আছে>>> মনে হয় শব্দটি আর্তচিৎকার বা আত্মচিৎকার হবে। একটু দেখে নিন।
অনেক পড়ে পড়লাম কিন্তু খাৱাপ লাগেনি। খুব ভাল লাগলো দাদা
ভাল লাগল আরো লিখুন সামনে আরো ভাল কবিতা চাই। শুভকামনা