পূথি প্ৰথা বিলুপ্ত প্ৰায়
এই লেখাটি ইতিমধ্যে 4954বার পড়া হয়েছে।
শোন শোন বন্ধুগন রে শোন দিয়ে মন,
কমলা সুন্দরীর কথা করিযে বর্ণন।
আরে শোন শোন বন্ধুগন রে শোন দিয়ে মন
কমলা সুন্দরীর কথা করিযে বর্ণন।
হিরন নগরের মেয়ে কমলা সুন্দর্
গুনের কথা কি কহীব রিইপ ছিল তার ভারি।
আরে হিরন নগরে ছিল এক রাজকুমার,
কমলা সুন্দরীর সনে দিয়া হইলো তার।
লাল নীল সবুজ পরীর দিঘী দিয়ে বাড়ি,
পালকি চইড়া যাইতে ছিল নিজের বাপের বাড়ি।
ঐ দিঘীরো জল দেইখা কইন্যার বড় তৃষ্টা পায়,
পালকী টা থামাইয়া কইন্যা জলে নাইমা যায়।
দিঘীর জলে কইন্যা যখন লাগালো রাঙা পায়,
জড়াইলো কি অঙ্কুরিতে বুঝতে পারলো না।
আরে চুলের মত অইনা বাধন যখন খুলতে চায়,
চিড়তে গেলে যায় না চেরা হইলো একি দায়।
কাটতে আইলো কামার-কুমার কুড়াল খুন্তা লইয়া,
একে একে চইলা গেলো সবাই বিফল হইয়া।
আরে এমন কইরা তিনমাস তিনদিন গেলো যে কাটিয়া,
কমলারো ঘুম ভাঙিলো কান্দিয়া কান্দিয়া।
স্বপনে দেখিলো সে আরেক রাজকুমার,
জলের তলে বাস করে সে জলে রাজ্য তার।
কমলারি আশেক হইয়া চুলে দিল টান,
কমলাও পাগল হইলো বিধির দিধান।
মা-বা, স্বামী, কন্যা কান্দিয়া আসিলো,
কমলা ডুবিলো জলে ফিরে না আসিলো।
এইভাবেই পুথি পড়ে হাজাৱ বছৱ ধৱে উপন্যাসেৱ বুড়ু মুকবুলেৱ বাড়ি সহ মাঝি বাড়িৱ সকলকে বিনোদন দিত কেউ একজন। আজ এই পূথি প্ৰথা আমাদেৱ গ্ৰামীন সমাজ থেকে বিলুপ্ত প্ৰায়। হ্যাঁ বিলুপ্ত হওয়াৱ ই কথা। কাৱন তথ্য প্ৰযুক্তিৱ উন্নয়নেৱ ফলে এসব ঐতিহ্য নিপাত হয়ে যাচ্ছে কালেৱ স্ৰোতে।
৪,৮১৩ বার পড়া হয়েছে
ভালো লাগলো ছন্দে ছন্দে আমাদের ঐতিহ্যকে স্বরণ করায়, শুভেচ্ছা ফড়িং :coffee:
https://scontent-b.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10710524_844812438871587_3755821538493023280_n.jpg?oh=4f43e41672bf549d35fecf7a0da75794&oe=54830429
মন্তব্যে ছবি দেওয়ার নিয়মটা কি জানেন ভাই? নাকি এই ব্লগে মন্তব্যের মাঝে ছবি দেওয়া যায় না ????
Kamal vai . How are you?
most possibly we can’t insert picture with comment,
shuva kamnna.
Its a nice post ,
Thank you for post.
পুঁথি আমাদের সভ্যতার বাহন। সেই পুঁথিকে নতুন করে স্মরণ করিয়ে দিলেন ঘাসফড়িং। অবশ্যই ধন্যবাদযোগ্য ।
মন্তব্য প্ৰকাশে আপনাদেৱ ও অসংখ ধন্যবাদ
Sundar Bhavnar sundar lekha
bhalo laglo
অনেক অনেক কৃপা ৱইলো
একটা বড় পুঁথি বই আমাদের বাড়িতে দেখতাম। অনেকদিন পর মনএ করাইয়া দিলা। ফোন করে খবর নিতে হবে। ধন্যবাদ তোমাকে।
শোভেচ্ছা ৱইলো, কেমন আছেন আপা?