নোটিশ
পৃথিবীতে আজও এত শান্তি আছে!!!
এই লেখাটি ইতিমধ্যে 1525বার পড়া হয়েছে।
যদি আবার দেখা হয়
পনের বিশ দিন পর
অথবা পনের বিশ বছর পরে,
আজকের মত এমন ভরা সন্ধ্যায়
বা কাকডাকা ভোরে নতুবা ভরা বিকেল বেলায়;
তুমি কি এমন সাজে
এতটা মায়া ভরা চোখে তাকাবে তখনো,
যখন ঘাসের ডগায় শিশির বিন্দু খেলা করবে
ঝির ঝির বাতাসে একঝাক পাখি দিগন্তে ডানা মেলবে;
তখন পৃথিবীর সমস্ত সুখ আবার নেমে আসবে তোমার চোখে মুখে
আমি ক্লান্ত পথিক তখনো চলতে চলতে
আবার থমকে দাড়াব;
আবারও আজকের মত মুগ্ধ হয়ে অপলকে তাকিয়ে রব
বিস্মিত হয়ে বলব
পৃথিবীতে আজও এত শান্তি আছে!!!
১,৪৯৭ বার পড়া হয়েছে
অতঃপৱ বিস্মিত হলে বলব পৃথিবীতে আজো এতো শান্তি আছে বাহ দাশুন তো
এত জমানো অন্ধকারের মাঝে কোথাও না কোথাও শান্তি তো আছে ।
এত জমানো অন্ধকারের মাঝে কোথাও না কোথাও শান্তি তো আছে । ভাল লাগল ।
বর্তমান সুখের সময়কে পনের বিশদিন কিংবা বৎসর পর নিয়ে উপভোগ। অসাধারন ভাবনা। ধন্যবাদ ভালো লাগা রইল।
ধন্যবাদ সবাইকে……
হুম পৃথিবীতে শান্তি খুজে নিলে শুধু শান্তিই
কষ্টগুলো জয় করার মাঝেও শান্তি
খুব সুন্দর লিখেছেন । ভাল লাগল 🙂
শান্তি মনে করলে, কষ্টের মধ্যেও মানুষ শান্তি পায়।