Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পৃথিবীতে শেষ দিনের ভিডিও_০২

লিখেছেন: সহিদুল ইসলাম | তারিখ: ০৩/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1688বার পড়া হয়েছে।

পূর্ব প্রকাশের পর,
বড় ভাই হৃদয়কে অভয় দিলেন এবং বল্লেন মাস্টার্সটা ভালভাবে কপমপ্লিট কর তার পর তুমি যদি বীনাকে বিয়ে করতে চাও, আমি যে করেই হোক বীণার সাথেই তোমাকে বিয়ে দিব।
মাঝখানে বেশ সময় গড়িয়ে গেল, হৃদয় ফাস্ট ক্লাস ১০ হয়ে মাস্টার্স কমপ্লিট করল। যেই কথা সেই কাজ। বীণার সাথে হৃদয়ের বিয়ে হলো কিন্তু বীনার পরিবার মেনে নিল না। দুই পরিবারের মধ্যে দা-মাছ সম্পর্ক হয়ে গেল।
বীণার পরিবার মেনে না নিলেও হৃদয়ের পরিবার মেনে নেওয়ায় বীনার মনে কোন দুঃখ ছিলনা, বরঞ্চ বীনার মনে যেন সুখের ঢেউ আছড়ে পড়ছে। আর পড়বেই না বা কেন? বীনা ওর পরিবারের গোঁয়ারতুমি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সুখের স্বর্গরাজ্যে প্রবেশ করতে পেরেছে, জীবনে এর চাইতে বড় আর কি হতে পারে?  এর মধ্যে হৃদয়ের ব্যাংকের বড় কর্মকর্তা পদে চাকরি হল। সময়ের বাস্তবতায় দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক তৈরি হল। দুই পরিবারের মধ্যে কথাবার্তা হল দিনক্ষণ নির্ধারণ করা হল ওদের বরণ করে নেয়ার।
বীনা প্রায়ই হৃদয়ের বুকে মাথা রেখে বলে, হৃদয় কেন যেন আমার খুব ভয় লাগে।
হৃদয়- কিসের ভয়, বীণা?
বীণা- এই যে দেখ, আমরা যে এতো সুখে আছি, এ সুখ কপালে সইবে তো?
হৃদয়- বাদ দাও তো ওসব কথা? ও সব তোমার মনের ধান্দা।
বীনা- তোমার কি মনে পড়ে হৃদয়, আমাদের এ সুখের জন্য কত কষ্টই না করতে হয়েছে।
হৃদয়- আমি অতীতের ওসব কিছু মনে করতে চাইনা। আমি শুধু এটাই ভাবছি পৃথিবীতে আমার মত কেউ সুখি নাই। তোমার মত মহীয়সী নারীর ছোঁয়া পেয়ে জীবনে আমি সবচেয়ে বড় সুখি।
বীনা- তোমার মত একজন মহান হৃদয়বান পুরুষই ছিল আমার জীবনের কামনা, এটা শুধু আমার কামনা নয়, এমন কামনা প্রতিটি নারীর মনেই সুপ্ত থাকে। তোমার মত একজন জীবন সঙ্গী পেয়ে আমি জীবনে সীমাহীন তৃপ্ত। জীবনে এমন সুখ আমি কখনো অনুভব করিনি। সুখের কথা কথা অনুভব করতে করতে বীনার চোখে সুখের অশ্রু ঝরে, মনের অগোচরেই গাইতে থাকে……

চলবে…

নোটঃ সুপ্রিয় পাঠক, সহযোদ্ধা লেখক ভাইদের আমার শ্রদ্ধা এবং সালাম, গল্প লেখায় আমি একেবারে নতুন, তাই আপনাদের কোন পরামর্শ থাকলে আমাকে জানিয়ে কৃতজ্ঞতায় আবদ্ধ করবেন।  গল্পটি একটু বড় বিধায় কয়েকটি পর্বে  পোষ্ট করবো। 

১,৬৫৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমার পরিচিতিঃ আমি, মোহাম্মদ সহিদুল ইসলাম, পিতাঃ ডাঃ মোঃ সফি উদ্দিন, ১৯৭৭ সালের ১লা জানুয়ারী, আমার জন্ম-ঢাকা জেলার ধামরাই থানার বেলীশ্বর গ্রামে নানা আলী আজগর মুন্সির বাড়ীতে । পৈত্রিক নিবাস, ঢাকা জেলার ধামরাই থানার অর্জ্জুন-নালাই গ্রামে, কিন্তু বাবার চাকরী জনিত কারনে আমি ছোটবেলা থেকেই মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামে বড় হই। বর্তমানে এই গ্রামেই আমি স্থায়ী ভাবে বসবাস করছি। দুই ভাই এক বোনের মধ্যে আমি বাবা-মার প্রথম সন্তান। আমার লেখাপড়া শুরু হয় উমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবং এই বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণী ও বরুন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি, পরে কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মঞ্জুরীকৃত ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন (হাই স্কুল) হতে ১৯৯২ সালে সাফল্যের সহিত এস,এস,সি পরীক্ষা পাশ করি । সরকারী দেবেন্দ্র কলেজ হতে ১৯৯৪ সালে আই,কম, ১৯৯৬ সালে বি,কম এবং একই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়_বাংলাদেশের অধীনে ১৯৯৮ সালে ব্যবস্থাপনা বিষয়ের উপর এম,কম সমাপ্ত করি। এম,কম শেষ পর্বের পরীক্ষা শেষ করার আগেই আমি ১৯৯৮ সালে একটি বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করি এবং চাকুরীরত অবস্থায় এম,কম সমাপনী পর্ব সাফল্যের সাথে সমাপ্ত করি। ২০০৮ সাল পর্যন্ত আমি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করি। ২০০৯ সাল হতে আগস্ট/২০১৪ সাল পর্যন্ত জুরং শিপইয়ার্ড_ সিঙ্গাপুরে কম্পিউটার অপারেটর হিসেবে এবং সেপ্টেম্বর/২০১৪ হতে অদ্যাবধি প্রজেক্ট সুপারভাইজার হিসেবে _ স্যাম্বক্রপ মেরিন_সিঙ্গাপুরে কাজ করছি। আমি ছোটবেলা থেকে লেখালেখি করি । মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের আবহমান বাংলা ম্যাগাজিনে প্রথম লেখা শুরু। আমি গল্প, কবিতা, প্রবন্ধ ( রাজনৈতিক এবং সমসাময়িক) এবং উপন্যাস লেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আধুনিক বা সাম্প্রতিক পটভূমিকা নিয়ে লেখাই হল আমার অভিগমন। মানুষের দুঃখ-দুর্দশা আমার মনকে সর্বাধিক ক্ষতবিক্ষত করে। আমার প্রথম প্রকাশিত বইয়ের নাম “আবীর”। যৌথভাবে আমার প্রকাশিত বই ১০০ কবির প্রেমের কবিতা ২য় এবং ৩য় খণ্ড। আমি দেশ এবং বিদেশের বেশ কিছু অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় নিয়মিত গল্প, কবিতা এবং উপন্যাস লিখছি_ এর মধ্যে রয়েছে _ বাংলারকন্ঠ (সিঙ্গাপুর), দৈনিক সিলেটের আলাপ, আমাদের কিশোরগঞ্জ, বাংলারকন্ঠ(অস্টেলিয়া), সাভার নিউজ ২৪ ডট কম, সংবাদ ২৪ ডট নেট, প্রিয় ডট কম, রাঙ্গুনিয়া ২৪ ডট কম, এবি নিউজ২৪, বিবেকবার্তা ডট কম, বাংলা কবিতা ডট কম, বিডি নিউজ ২৪ ডট কম, গল্প কবিতা ডট কম ইত্যাদি। মোহাম্মদ সহিদুল ইসলাম Sahidul_77@yahoo.com
সর্বমোট পোস্ট: ১৪৪ টি
সর্বমোট মন্তব্য: ২৫৩৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১০-১১ ১৭:০২:১৬ মিনিটে
Visit সহিদুল ইসলাম Website.
banner

৬ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    গল্প ভাল লাগতেছে। এগিয়ে যান সাথেই আছি।

  2. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

    লিখতে থাকুন ভাই। ..টেক্সট ইটালিক না হলেও চলে ।

  3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    ভাল ভাবনার লেখা
    চলুক এগিয়ে

  4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    ভাল লাগলো । লিখে যান অবিরত । ভাল থাকুন সতত ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top