Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রকৃতির গান

লিখেছেন: খালিদ হাসান | তারিখ: ২৬/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1578বার পড়া হয়েছে।

হিম হিম বাতাসে
নীল সুপ্ত আকাশে,
গানের পাখির সুরে সুরে
যাচ্চি আমি আনেক দূরে।
কাল পিচের পথে পথে
গান গেয়ে যাই পরোতে পরোতে,
গান গেয়ে হই বেকুল
চেঙ্গী নদীর পাড় কাশ ফুল।
গায়ে গায়ে সবুজ চাদর
ঘোমটা দিয়ে মন সোহাদর,
রাতের তারায় ফুটে ফুল
দ্বিপ্ত রথে করেনি ভূল।

১,৫৫২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
প্রত্যেক পাঠকবর্গ কে আমার সালাম ও শুবেচ্ছা। আমি সাধারনত প্রকৃতি নিয়ে লেখালেখি করি, কবিতায় মৌলিক বিষয় রাখার চেষ্টা করি। আমার এ শিল্প কর্ম ১৩ বছর বয়স থেকে শুরু করেছি, ভবিষ্যৎ চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। বিস্তারিত ঃ ফেইজবুক- খালেদ রাব্বি
সর্বমোট পোস্ট: ২২ টি
সর্বমোট মন্তব্য: ২১ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০২-০৮ ০৩:২২:১৬ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    ছন্দে ছন্দে ভাল লিখেছ।
    লেখা আর একটু বিন্যস্ত ও বানান নির্ভুল করার চেষ্টা করবে।
    শুভ কামনা রইল।

  2. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো হিম হিম প্রকৃতির গান

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    গায়ে গায়ে সবুজ চাদর
    ঘোমটা দিয়ে মন সোহাদর,

    সোহাদর মানে কি?

    সুন্দর লাগল

  4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    পড়ে ভালো লাগলো
    শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top