নোটিশ
প্রকৃতির গান
এই লেখাটি ইতিমধ্যে 1578বার পড়া হয়েছে।
হিম হিম বাতাসে
নীল সুপ্ত আকাশে,
গানের পাখির সুরে সুরে
যাচ্চি আমি আনেক দূরে।
কাল পিচের পথে পথে
গান গেয়ে যাই পরোতে পরোতে,
গান গেয়ে হই বেকুল
চেঙ্গী নদীর পাড় কাশ ফুল।
গায়ে গায়ে সবুজ চাদর
ঘোমটা দিয়ে মন সোহাদর,
রাতের তারায় ফুটে ফুল
দ্বিপ্ত রথে করেনি ভূল।
১,৫৫২ বার পড়া হয়েছে
ছন্দে ছন্দে ভাল লিখেছ।
লেখা আর একটু বিন্যস্ত ও বানান নির্ভুল করার চেষ্টা করবে।
শুভ কামনা রইল।
ভালো লাগলো হিম হিম প্রকৃতির গান
গায়ে গায়ে সবুজ চাদর
ঘোমটা দিয়ে মন সোহাদর,
সোহাদর মানে কি?
সুন্দর লাগল
পড়ে ভালো লাগলো
শুভ কামনা রইল