নোটিশ
প্রতিদিন হাত ও পায়ের যত্ন নেয়ার সহজ কিছু উপায়
এই লেখাটি ইতিমধ্যে 1435বার পড়া হয়েছে।
হাত ও পা এই দুটি জিনিসের ব্যবহার আমাদের জীবনে সবচাইতে বেশি। প্রতিদিনই দুই হাতে অনেক ধরনের কাজ করি এবং দুই পায়ের কাজ তো আছে হাঁটাহাঁটি করা। তাই হাত পায়ের যত্ন নেয়া উচিত বিশেষ ভাবে। কারণ হাত-পা গরম ও রোদের সংস্পর্শে বেশি আসে, ধুলো বালিতে ময়লা নোংরা হয় বেশি। তবে পার্লারে গিয়ে সবসময় হাত পায়ের যত্ন নেয়া যায় না। তাই বাসাতেই যত্ন নেয়ার সহজ উপায় জেনে নিন।
হাতের যত্ন
- মোটা দানার চিনি ও লেবুর রস একসাথে করে পেস্ট বানিয়ে দুই হাতে ঘষুন ১৫ মিনিট। তারপর হাত ধুয়ে ফেলুন। ময়লা সব পরিষ্কার হয়ে যাবে।
- সান ফ্লাওয়ার অয়েল ও মোটা দানার চিনি একত্রে মিশিয়ে পেস্ট করে হাতে ঘষুন ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
পায়ের যত্ন
- একটি ছোট গামলায় পানির সাথে লেবুর রস মিশিয়ে নিন তারপর আপনার পা ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে করে আপনার সানবার্ন ও পায়ের গন্ধও দূর হবে।
- লেবুর খোসা আপনি আপনার পায়ে ঘষতে পারেন, ময়লা দূর হবে পা-ও পরিষ্কার হবে।
১,৪১৮ বার পড়া হয়েছে
আহ ! যত্ন ! দৈনন্দিন জীবনের ব্যস্ততায় তো নিজের ব্যক্তিগত কাজগুলোই ঠিকভাবে করা হয় না ! এতো যত্ন-আত্তির সময় কোথায় ?
যাদের প্রয়োজন তারা কাজে লাগাবেন টিপস ! ধন্যবাদ আপনাকে ।
সময় কম
তবুও জেনে নিলাম
বেশ ভাল টিপস
ধন্যবাদ জানাই।
উপকারী পোষ্ট
দারুন
ভাল ভালো ,,,,,,,,,,,,,,,,,,,,,,