Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রত্যয়

লিখেছেন: মোসাদ্দেক | তারিখ: ০৭/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1642বার পড়া হয়েছে।

আজ আর শোকের দিবসে হারিয়ে যাবার সময় নয়,
উঁচু পাহাড়ের নিচে যখন ব্যাথারা সমান হয়েছে তখন আর কিসের ভয়।
শিমুল যখন ফুঠেছে রক্ত রাঙা রঙে তখনই তো জাগে প্রত্যয়,
আজ আমি জাগ্রত আমি নিয়ে আসবই বাংলার জয়-
আজ এই বসন্তে দক্ষিণা বাতাসের ধুলোমাখা পথের ক্ষণে,
দুশ্চিন্তায় শুকনো মুখে তীব্র স্বপ্নের এলো-মেলো বনে।
আমি হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণের উপকুল জুড়ে আনব বিজয়,
পিতা তোমার বিন্দু বিন্দু রক্তের চিহৃই স্বপ্ন হয়ে রয়-
দারিদ্র মাতার অসীম প্রার্থনার ভান্ডার যখন উম্মুক্ত,
তখন একুশ এসেছে হাজার বছরের স্মৃতি নিয়ে,
তখন আমি স্থব্ধ রই কি করে-
আমাকে জাগ্রত করে আমের মুকুলের গন্ধ,
সজনে ফুরের সাদা রঙে নতুন স্বপ্নের জন্য।
আজ আমি হারতে আসিনী বিশ্বময় আমার দিকে তাকিয়ে,
আমি এই বাংলার সন্তান একাত্তরের চেতনা দেয় জাগিয়ে।
তাই আজ আগুণের মত ফাগুনের ক্ষনে জাগ্রত হয় চেতনা,
আমি আনব বিজয় এই বাংলাদেশে তারই আঁকি আল্পনা।

তোমরা কে রবে মোর পাশে মুক্ত স্বপ্নের দিগন্তময় আকাশে,
আমি স্বপ্ন রাজ্যের গড় তুলব ছড়িয়ে দেব বাতাসে।
আমি আজ কাঁদতে নয় বিজয় নিতে এসেছে,
আজ আমি ব্যাথিত নয় বাংলার শপথ নিয়েছি-
তোমরা কে কে থাকবে বল আমার সাথে,
তোমরা বিশ্বের মাঝে উঁচু করে শীর কে রবে পাশে।
আজ আনমনা আল্পনা আঁকার স্বপ্ন রাজ্যের গড়া প্রত্যয়,
আমি আনবই আমি গড়বই আমি রচে যাবই এর জয়।

আমার পিতার রক্ত বিন্দু আমার স্বপ্নকে ঘিরে,
আমার মাতার প্রার্থনা আচল বিজয় না নিয়ে-
কেমন করে যাব ফিরে।
আমি আজ কান্নার জন্য আসিনী এই বিদ্যাপিঠে,
আমি আজ মাথা নত করতে আসেনী এই শাহবাগে-
আমি মিশে আছি বাংলার প্রতিটি মানুষের স্বপ্নে,
বাঙালীর প্রতিটি স্বপ্ন চেতনাকে ঘিরে নতুন রত্নে।

১,৭৩৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা আমার প্রাণের স্বর বাংলা আমার মা, বাংলা তুমি কন্ঠ আমার স্বপ্নের পূর্ণতা। আমার ব্লগে আপনাকে স্বাগতম...
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ৮৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৭ ০২:২০:০৯ মিনিটে
banner

১২ টি মন্তব্য

  1. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

    কেমন আছেন? অনেকদিন পর।

    তবে এটা ছড়া হবে না, হবে কবিতা। কারণ ছড়ায় ছোট ছোট ছন্দ, পর্ব আর মাত্রার সমন্বয়ে হয়। আর ছড়ায় মাত্রা ও পর্ব এর প্রতি বিশেষ নজর রাখতে হয়। কবিতার কোন মাত্রা বা পর্বের ধারাবাহিকতা নেই। কম বেশী হেলে সমস্যা নেই।

  2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    “তবে এটা ছড়া হবে না, হবে কবিতা। কারণ ছড়ায় ছোট ছোট ছন্দ, পর্ব আর মাত্রার সমন্বয়ে হয়। আর ছড়ায় মাত্রা ও পর্ব এর প্রতি বিশেষ নজর রাখতে হয়। কবিতার কোন মাত্রা বা পর্বের ধারাবাহিকতা নেই। কম বেশী হেলে সমস্যা নেই।-আজিম হোসেন আকাশ”-সহমত।

  3. বিএম বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

    Valo lekhesen apni. valo thakun.

  4. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    বরকতউল্লাহ ভাই ইংরেজীতে মন্তব্য না করে বাংলায় মন্তব্য করুন।

  5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    বরকতউল্লাহ ভাই যখন এই মন্তব্যটি করে তখন ইংরেজিতে মন্তব্য করাটা দোষের কিছু ছিল না। কিন্তু এখন করলে ৫ পয়েন্ট কর্তন হবে।

  6. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    ভালো লাগল

  7. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    কবিতাটি বেশ লেগেছে।

  8. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

    অনেকদিন পর।ভালো লাগল

  9. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    সুন্দর লিখেছেন ,
    ভাল লাগা জানিয়ে দিলাম ।

  10. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    সুন্দর লিখেছেন ,
    ভাল লাগা জানিয়ে দিলাম ।

  11. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    দারুন ছিল কবিতাটি

    শুভেচ্ছা কবিকে

  12. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    দারুন হয়ছে লিখা
    nice

    শুভ কামনা থাকলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top