Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রবচন বিবর্তনঃ পর্ব ০১

লিখেছেন: হাসান ইমতি | তারিখ: ২০/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1575বার পড়া হয়েছে।

সময় বদলে যায়, বদলে যায় মানুষের মন
সাথে সাথে বদলায়, কিছু প্রথা, কথা প্রাচীন ।
প্রচলিত প্রবাদ প্রবচন যা কিছু আজ পুরাতন,
কেমন হত যদি এধারা হত সে ক্রম বিবর্তন ।

মুল ভার্সনঃ
যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই,
পাইলেও পাইতে পারো অমূল্য রতন ।

বিশ্ব প্রেমিক/প্লেবয় ভার্সনঃ
যেদিকে দেখিবে মেয়ে, সেদিকেই রইবে চেয়ে,
পাইলেও পাইতে পারো নতুন দুই একটা জান ।

ইভটিজার/রোমিও ভার্সনঃ
যেখানে দেখিবে বিল্ডিং, সেখানে মারিবে ফিল্ডিং,
পাইলেও পাইতে পারো একটা দুইটা ডার্লিং ।

ভাব সুন্দরী ভার্সনঃ
যেখানে দেখিবে পার্টি মালদার, ভাব নেবে হু কেয়ার,
পাইলেও পাইতে পারো দুই একটা খানদানি খরিদ্দার ।

চাঁদাবাজ/সন্ত্রাসী ভার্সনঃ
যেখানে দেখিবে মালপানি, সেখানে বাঁকাবে তর্জনী,
হইলেও হইতে পারে কিছু খাসা নির্ভেজাল আমদানী ।

প্রতারক/ধোঁকাবাজ ভার্সনঃ
যেখানে দেখিবে সুযোগ, সেখানেই পাতবে ফাঁদ,
গাঁথলেও গাথতে পারো দু একটা নিরেট বলদ ।

রাজনীতিবিদ/জননেতা ভার্সনঃ
যেখানে দেখিবে জনতা, সেখানেই সাজিবে বিধাতা,
হইলেও হইয়া যাইতে পারো দেশ ও দশের মাথা ।

দেবদাস/মজনু/চণ্ডিদাস/ফরহাদ ভার্সনঃ
যেখানে প্রিয়তমের বাস, সেখানের কাটিবে ঘাস,
পাইলেও পাইতে পারো প্রিয়তমের মুখ দর্শন ।

গৃহস্থ ভার্সনঃ
যেখানে লাভযোগ, সেখানেই করিবে বিনিয়োগ,
পাইলেও পাইতে পারো নিরাপদ নিশ্চিন্ত জীবন ।

প্রেমিক/প্রেমিকা ভার্সনঃ
যেখানে দেখিবে জল গভীর, ছুড়ে মারবে প্রেমের তীর,
পাইলেও পাইতে পারো ভালো একটা মনের মত মন ।

ফেসবুক ভার্সনঃ
দেখিলে ফেসবুক সুন্দরী, কেটে পড় সাত তাড়াতাড়ি,
নাইলে হইয়া যাইবা বোকা খাইয়া ধোঁকা আর ছ্যাঁকা ।

বিদ্রঃ এটা শুধুমাত্র বিনোদনের জন্য কাউকে অপমান বা ছোট করার জন্য নয় ।এক ধরনের হালকা রস উপস্থাপনার মাধ্যমে, যা সহজেই মানুষের হৃদয় গ্রাহ্য হয়, কিছু বক্তব্য তুলে ধরতে চেয়েছি । কেমন লাগলো জানাতে ভুলবেন না । আপনাদেরউৎসাহ পেলে এই প্রবচন বিবর্তন ধারাবাহিক ভাবে চলবে। পরবর্তী প্রবচননির্বাচনে আপনাদের পরামর্শ আহবান করছি ।  ধন্যবাদ ।
 

( চলমান )

১,৫৫৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি হাসান ইমতি, জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা । আমি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকি । এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সামহোয়্যার ইন ব্লগ, চলন্তিকা, ইস্টিশন, নক্ষত্র, আমার ব্লগ, চতুর্মাত্রিক ইত্যাদি। ইতিমধ্যে ই-ম্যাগের ভেতর অন্যনিষাদ, কালিমাটি, মিলন সাগর, জলভূমি, প্রতিচ্ছবি, বাঙ্গালিয়ানা সহ আরও কিছু ব্লগজিন ও বাজিতপুর প্রতিদিন, মিডিয়াবাজ, নব দিবাকর, তোমার আমার, বাংলা নিউজ ২৪, নারায়ণগঞ্জ টাইমস সহ আরও কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার লেখা । প্রিন্ট মিডিয়ার ভেতর গত ২০১৫ ইং বইমেলায় সাহিত্যকথা, অন্যপ্রকাশ, তারুন্য সহ আরও কয়েকটি সংকলনে আমার লেখা প্রকাশিত হয়েছে । এর বাইরে ভারতের দিগন্ত পত্রিকা, যুগসাগ্নিক, ঢাকার লেখচিত্র প্রকাশনী, বাংলার কবিতাপত্র, অতসী পত্রিকাসহ আরও কিছু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা । অনলাইনে আয়োজিত আটকাহন সাহিত্য পুরস্কার, গল্পলেখা সাহিত্য পুরস্কার ও সৃষ্টিসুখের উল্লাসে সাহিত্য পুরস্কার সহ আরও কিছু সাহিত্য পুরস্কার আমার লেখাকে সন্মানিত করেছে । ব্যক্তি জীবনে আমি কমনওয়েলথ এম বি এ শেষ করে সি এ করার পাশাপাসি একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানে নিরীক্ষা বিভাগে কর্মরত আছি । গুগলে অভ্র দিয়ে বাংলায় "হাসান ইমতি" লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আরও জানা এবং আমার লেখার একাংশ পড়া যাবে ।
সর্বমোট পোস্ট: ১৫৪ টি
সর্বমোট মন্তব্য: ৮০৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-১৪ ১১:৫৬:২৪ মিনিটে
Visit হাসান ইমতি Website.
banner

৪ টি মন্তব্য

  1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    প্রবচনের বিবর্তন ভাল লাগল কবি –
    শুভেচ্ছা

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর হয়েছে। পরের পর্বের অপেক্ষায়।

  3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    দারুণ সব ভার্সন পড়লাম । অনেক মজার বৈকি !
    কবিকে আন্তরিক শুভেচ্ছা ।

  4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    চমৎকার লিখা
    মুগ্ধকর ভাবনার প্রয়াস
    সব ভার্সন পড়লাম
    অন্যরকম স্বাদ পেলাম কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top