Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রেমিক-প্রেমিকাকে একসঙ্গে পেলেই বিয়ে!

লিখেছেন: অনিরুদ্ধ বুলবুল | তারিখ: ২৩/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1456বার পড়া হয়েছে।

90b51648e23c3246e4b9acbc98f81ef1_small

পাঠক হয়তো শিরোনাম দেখে চমকে উঠছেন! হ্যাঁ, চমকাবারই কথা। তাহলে দেখুন:

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এইদিন কোনো প্রেমিক-প্রেমিকাকে গোলাপ ফুল হাতে দেখা গেলে কিংবা কোনো পার্কে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেলেই তাদের সমাজের নিয়ম মেনে বিয়ে দেয়া হবে। যদি প্রেমিক ও প্রেমিকা এক ধর্মের বা গোত্রের না হন, তবে তাদের শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

ভারতের পশ্চিম উত্তর প্রদেশের হিন্দু মহাসভা এমনটাই ঘোষণা দিয়েছে। তাদের ঘোষণা, এইদিন প্রণয়ী যুগলরা একসঙ্গে এ দিবস উদযাপন করলে তাদের বিয়ে দিয়ে দেয়া হবে। এই ধরনের পশ্চিমা প্রথা জনসমক্ষে উদযাপন করা ভারতের মতো দেশে শোভা পায় না। তাই এই নিদের্শ হিন্দু মহাসভার।

একটি সংবাদমাধ্যমকে মহাসভার সভাপতি চন্দ্র প্রকাশ কৌশিক জানিয়েছেন, ভারতের মতো দেশে বছরের ৩৬৫ দিনই ভালবাসার দিন। তবে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ উদযাপন করার প্রয়োজন কী?

আমরা ভালবাসার বিপক্ষে নই, কিন্তু যারা একে অপরকে ভালবাসে বলে দাবি করে তাদের অবিলম্বে বিয়ে করা উচিত। যদি তারা আমাদের বলেন যে ভাবার জন্য সময় প্রয়োজন, তাহলে অবশ্যই তাদের একসঙ্গে ঘোরাফেরা করা উচিত নয়। এটা চোখে ধরা পড়লে আমরা ওদের অভিভাবকদেরও বিষয়টা জানাবো।

দশ দিন আগে থেকেই বিয়ে নিয়ে ধন্দে থাকা প্রেমিক-প্রেমিকাদের খুঁজে বের করার জন্য ইতোমধ্যেই পশ্চিম উত্তর-প্রদেশে বিভিন্ন দল নিযুক্ত করেছে হিন্দু মহাসভা।

তথ্য সূত্রঃ http://www.bd-pratidin.com/mixter/2015/02/06/61184

 

১,৪৪১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
কৈফিয়ত - তোমরা যে যা-ই ব'ল না বন্ধু; এ যেন এক - 'দায়মুক্তির অভিনব কৌশল'! যেন-বা এক শুদ্ধি অভিযান - 'উকুন মেরেই জঙ্গল সাফ'!! প্রতিঘাতের অগ্নি-শলাকা হৃদয় পাশরে দলে - শুক্তি নিকেশে মুক্তো গড়ায় ঝিনুকের দেহ গলে!! মন মুকুরের নিঃসীম তিমিরে প্রতিবিম্ব সম - মেলে যাই কটু জীর্ণ-প্রলেপ ধূলি-কণা-কাদা যত। রসনা যার ঘর্ষনে মাজা সুর তায় অসুরের দানব মানবে শুনেছ কি কভু খেলে হোলি সমীরে? কাব্য করি না বড়, নিরেট গদ্যও জানিনে যে, উষ্ণ কুসুমে ছেয়ে নিয়ো তায় - যদি বা লাগে বাজে। ব্যঙ্গ করো না বন্ধু আমারে অচ্ছুত কিছু নই, সীমানা পেরিয়ে গেলে জানি; পাবে না তো আর থৈ। যৌবন যার মৌ-বন জুড়ে ঝরা পাতা গান গায় নব্য কুঁড়ির কুসুম অধরে বোলতা-বিছুটি হুল ফুটায়!! ভাল নই, তবু বিশ্বাসী - ভালবাসার চাষবাসে, জীবন মরুতে ফুটে না কো ফুল কোন অশ্রুবারীর সিঞ্চনে। প্রাণের দায়ে এঁকে যাই কিছু নিষ্ঠুর পদাবলী: দোহাই লাগে, এ দায় যে গো; শুধুই আমার, কেউ না যেন দুঃখ পায়।
সর্বমোট পোস্ট: ১৪৩ টি
সর্বমোট মন্তব্য: ২৪২২ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০২-১৪ ০২:৫৯:৫৩ মিনিটে
banner

৭ টি মন্তব্য

  1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    অন্য স্বাধের লিখা
    পড়ে মজা পেলাম
    দারুন তো

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ কবি।
    ভাল থাকুন নিরন্তর –

  3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    শেয়ার করার জন্য কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।।

  4. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    অনেক ভালবাসা ও শুভেচ্ছা প্রিয়কবিকে –
    ভাল থাকুন নিরন্তর।

  5. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    চমকপ্রদ তথ্য ! অবশ্য আইডিয়াটা খারাপ না ! কাউকে ভালবাসলে ঐ একদিন যেভাবেই হোক ওখানে যেতেই হবে- ভালোবাসা সার্থক করার জন্য । 😛
    ধন্যবাদ মজার তথ্যটি শেয়ার করার জন্য ।

  6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    কবির উদার মন্তব্যে প্রীত হলাম।
    আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

  7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ভাল বুদ্ধি

    ধন্যবাদ আপনাকে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top