প্রেমিক-প্রেমিকাকে একসঙ্গে পেলেই বিয়ে!
এই লেখাটি ইতিমধ্যে 1456বার পড়া হয়েছে।
পাঠক হয়তো শিরোনাম দেখে চমকে উঠছেন! হ্যাঁ, চমকাবারই কথা। তাহলে দেখুন:
আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এইদিন কোনো প্রেমিক-প্রেমিকাকে গোলাপ ফুল হাতে দেখা গেলে কিংবা কোনো পার্কে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেলেই তাদের সমাজের নিয়ম মেনে বিয়ে দেয়া হবে। যদি প্রেমিক ও প্রেমিকা এক ধর্মের বা গোত্রের না হন, তবে তাদের শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।
ভারতের পশ্চিম উত্তর প্রদেশের হিন্দু মহাসভা এমনটাই ঘোষণা দিয়েছে। তাদের ঘোষণা, এইদিন প্রণয়ী যুগলরা একসঙ্গে এ দিবস উদযাপন করলে তাদের বিয়ে দিয়ে দেয়া হবে। এই ধরনের পশ্চিমা প্রথা জনসমক্ষে উদযাপন করা ভারতের মতো দেশে শোভা পায় না। তাই এই নিদের্শ হিন্দু মহাসভার।
একটি সংবাদমাধ্যমকে মহাসভার সভাপতি চন্দ্র প্রকাশ কৌশিক জানিয়েছেন, ভারতের মতো দেশে বছরের ৩৬৫ দিনই ভালবাসার দিন। তবে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ উদযাপন করার প্রয়োজন কী?
আমরা ভালবাসার বিপক্ষে নই, কিন্তু যারা একে অপরকে ভালবাসে বলে দাবি করে তাদের অবিলম্বে বিয়ে করা উচিত। যদি তারা আমাদের বলেন যে ভাবার জন্য সময় প্রয়োজন, তাহলে অবশ্যই তাদের একসঙ্গে ঘোরাফেরা করা উচিত নয়। এটা চোখে ধরা পড়লে আমরা ওদের অভিভাবকদেরও বিষয়টা জানাবো।
দশ দিন আগে থেকেই বিয়ে নিয়ে ধন্দে থাকা প্রেমিক-প্রেমিকাদের খুঁজে বের করার জন্য ইতোমধ্যেই পশ্চিম উত্তর-প্রদেশে বিভিন্ন দল নিযুক্ত করেছে হিন্দু মহাসভা।
তথ্য সূত্রঃ http://www.bd-pratidin.com/mixter/2015/02/06/61184
১,৪৪১ বার পড়া হয়েছে
অন্য স্বাধের লিখা
পড়ে মজা পেলাম
দারুন তো
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ কবি।
ভাল থাকুন নিরন্তর –
শেয়ার করার জন্য কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা প্রিয়কবিকে –
ভাল থাকুন নিরন্তর।
চমকপ্রদ তথ্য ! অবশ্য আইডিয়াটা খারাপ না ! কাউকে ভালবাসলে ঐ একদিন যেভাবেই হোক ওখানে যেতেই হবে- ভালোবাসা সার্থক করার জন্য । 😛
ধন্যবাদ মজার তথ্যটি শেয়ার করার জন্য ।
কবির উদার মন্তব্যে প্রীত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
ভাল বুদ্ধি
ধন্যবাদ আপনাকে