নোটিশ
প্রেম ও পুরুষ
এই লেখাটি ইতিমধ্যে 1390বার পড়া হয়েছে।
হাতটা ধরো,
দ্যাখো, কেমন শিহরণ জাগে,
কেমন পরিপূর্ণ লাগে ।
আর একটা হাত ধরে নাও-
বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে যাক ;
এক মাইল দু’মাইল করে করে
বুকের কাছে স্বর্গ নেমে এল ।
পারিজাত, তোমার সৌরভ আমি পেয়ে যাই,
প্রেয়সীর ঘনশ্বাসে;
এবার জলকেলি হোক
জলদের বুকে ।
অতঃপর ঘর-সংসার ।
এভাবেই বুঝি লেখা হয়
প্রেম !
লেখা হয় প্রেম ও পুরুষ,
আঁকা হয় নন্দন,
অনন্ত যৌবন, অনন্ত সংসারে যুগে-যুগে…
১,৩৬৩ বার পড়া হয়েছে
এভাবেই লেখা হপ্য প্রেম আঁকা হয় স্বপ্ন। দারুন লিখেছেন দাদা।
দাদা প্রথম পেইজে এক জন লেখকের এওক্টা লেখাই পোস্ট করার নিয়ম।
অনন্ত যৌবন অনন্ত সংসারে যুগে যুগে ……….
……………………ভাল ভাবনার প্রকাশ দেখলাম কবি
চমৎকার কবিতা
বেশ ভালো লাগলো
শুভ কামনা রইল