Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্লিজ ক্ষমা করবেন ।

লিখেছেন: নিঃশব্দ নাগরিক | তারিখ: ০১/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1275বার পড়া হয়েছে।

আমি আমার পরিচতজন নিয়ে হঠাৎ করেই একটা ঘোরে পড়ে গেছি । যে পরিচিতজন আমাকে এত এত জানে বুঝে বলে ভেবেছিলাম তারা হঠাৎ করেই আমার সমস্ত জানা বিশ্বাসকে অজানায় রূপ দিবে তা কখনো ভাবিনি । অবশ্য আমার চিরায়ত ভুল ধারনায় এ নব্য কোন সংযোজন নয় । আমি গত বৎসর বেশ চেষ্টা করেছিলাম ফেসবুক থেকে জন্মতারিখটা মুছে দিতে । কিন্তু অসীম যোগ্যতার ধারাবাহিক বাস্তবতায় তা সম্ভব হয়ে উঠেনি । তাই এবারও গুটিকয়েক প্রিয়জন আমার জন্মদিনে আমাকে যন্ত্রনা দিতে ভুল করলো না । স্বভাব বিরুদ্ধ লৌকিক আয়োজন অথবা শুধুই কথামালা আমার জন্য প্রযোজ্য না হলে এমন অমঙ্গল কিছু হতো না ।

 

এবার এক ছোট ভাই দিয়ে জন্মতারিখটা only me করে রেখেছি । জানি না কাজ হবে কিনা ? নিজের অজ্ঞতায় পূর্ন সন্দেহ মুক্ত হওয়ার দাক্ষিন্য রাখি না । তবে আশা রাখি ভবিষৎতে অনাগত যন্ত্রনা এড়িয়ে যাওয়ার সুযোগ আমার জন্য উমুক্ত হবে ।

 

কদাচিৎ দুঃখ প্রকাশ করে রাখি, যদি কেউ ভুল ভেবে কষ্ট পায় । আমার সীমাবদ্ধতার জন্য আমি পূর্ন লজ্জিত ।

 

ভালো থাকবেন ।

 

…………..নিঃশব্দ নাগরিক ।

১,৩৩৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
an impossible one with the maximum possibility to be a possible one.
সর্বমোট পোস্ট: ১২৬ টি
সর্বমোট মন্তব্য: ৩১৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-৩১ ১৭:৪৬:৩৭ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    আমি আমার পরিচতজন নিয়ে হঠাৎ করেই একটা ঘোরে পড়ে গেছি । যে পরিচিতজন আমাকে এত এত জানে বুঝে বলে ভেবেছিলাম তারা হঠাৎ করেই আমার সমস্ত জানা বিশ্বাসকে অজানায় রূপ দিবে তা কখনো ভাবিনি । অবশ্য আমার চিরায়ত ভুল ধারনায় এ নব্য কোন সংযোজন নয় । আমি গত বৎসর বেশ চেষ্টা করেছিলাম ফেসবুক থেকে জন্মতারিখটা মুছে দিতে । কিন্তু অসীম যোগ্যতার ধারাবাহিক বাস্তবতায় তা সম্ভব হয়ে উঠেনি । তাই এবারও গুটিকয়েক প্রিয়জন আমার জন্মদিনে আমাকে যন্ত্রনা দিতে ভুল করলো না । স্বভাব বিরুদ্ধ লৌকিক আয়োজন অথবা শুধুই কথামালা আমার জন্য প্রযোজ্য না হলে এমন অমঙ্গল কিছু হতো না ।

    হ্যা হ্যা হ্যা। ……ঠিক ঠিক ঠিক। ..নিঃশব্দ নাগরিক। আমার প্রশ্ন কবে আপনি সশব্দ নাগরিক হবেন ?

    • নিঃশব্দ নাগরিক মন্তব্যে বলেছেন:

      প্রশ্ন খুব সোজা । বিশেষত যখন উওর দেওয়ার বাধ্যবাধকতা থাকে না । ধঘন্যবাদ । ভালো থাকবেন ।

  2. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ —- ।

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    শুভেচ্ছা জানালে সমস্যা তো দেখি না। মানুষ সামাজিক জীব….. শুভকামনা

  4. ব্যবস্থাপনা সম্পাদক মন্তব্যে বলেছেন:

    আপনার ছোট ছোট লেখা, সমাজের প্রতি দায় আমার সবসময় পছন্দ হয়। লিখুন আমাদের এখানে, সাথে থাকুন।

  5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    বেশ লিখতে পারেন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top