Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পড় যদি মোর একটি কাব্য

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ১০/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1500বার পড়া হয়েছে।

হুমায়রা আমি তো কবি নই
কাব্যিক ভাষা পাব কই ?
ভাঙ্গা চুরা কাটা ছেড়া কিছু বর্ণ জোড়া লাগাই
এভাবেই মনের শব্দগুলো এলো মেলো সাঁজাই ।

হয়তো কাব্যের স্থান পাবেনা মোর কথাগুলো
তাহাতে হৃদয়ে যাতনা নেই এক চুলো
যদি বইয়ের পাতার হয় অযোগ্যতা
এটাকে বলিবনা আমি ব্যর্থতা ।

যদিও মোর কথাগুলো ময়লার স্তুপে গড়াগড়ি খেলে
কেহ যদি জগাখিচুরী কাব্য ছড়া বলে
আমার কিছুই আসে যায়না
দিবা নিশি করি একটি কামনা ।

পড় যদি মোর একটি কাব্য
আমি পরম ধন্য হব
ভুলে কিংবা আপন ইচ্ছায়
লিখে চলছি সেই আশায় ।

১,৫৬২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

১১ টি মন্তব্য

  1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    হুমায়রা কে?

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    হুমায়রা আপু আপনাকে বুঝতে হবে

    তবে ভাইয়া একজন কবি কিন্তু ঠিকই

    সুন্দর লেখায় ধন্যবাদ

  3. শ্যাম পুলক মন্তব্যে বলেছেন:

    সুন্দর লেখা।
    ভাল লাগল।

  4. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

    সুন্দর কাব্যিক ভাষা।

  5. পাঠক ও সমালোচক মন্তব্যে বলেছেন:

    প্রিয়ার জন্য কাব্য রচতে রচতে একদিন সার্থক কবি হবেন ।

  6. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    ভালই তো লাগলো আপনার ভাঙ্গা চুরা কাটা ছেড়া কিছু বর্ণ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top