Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ফাগুন আসে ফাগুন যায়

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ০৮/০৩/২০২০

এই লেখাটি ইতিমধ্যে 1010বার পড়া হয়েছে।

7777

  • জসিম উদ্দিন জয়

 

প্রভাতের স্নীগ্ধ বাতাসে আজ ফাল্গুনের গুন গুন,

ফুলে ফুলে জ্বলে আগুন, এসেছে পহেলা ফাগুন ।

হলদে গাধাঁ পলাশ শিমুল, কৃষ্ণচূড়া কনকচাঁপা ফুল ।

প্রিয়ার খোপায় বসন্তের ফুল, উত্তাল আজ নদীর কুল।

 

কোকিল কন্ঠে সূর ছড়িয়ে আজ বহুদূর ভেসে আসে

স্মৃতি পাতায় বেদনা, বিচ্ছেদের কালো মেঘে ভাসে ।

ফাগুন আসে- যায় , ষড়ঋতুতে বাধা তার  নীতি,

ক্লান্ত হৃদয়ে আহাজারীর মাঝে আমার দুঃখের স্মৃতি।

মিছে সম্পর্কের সেতু, অশ্রুচোখে স্বপ্ন আসে,

মনের আকাশে কুয়াশায় কালো মেঘ ভাসে ।

“ আগুন জ্বলে দিবানিশি আগুন জ্বলে কই

ফুল ফো্টানো ফাগুন দিনে নষ্ট যদি হই”

বুকের ভেতর আগুন জ্বলে বেড়ে দীঘস্বাস,

ভাঙ্গা মন আজ কেদেঁ বেড়ায় হারায়ে বিশ্বাস।

আজ বসন্তের দিনে, বসন্তের গানে, স্বপ্ন সাজাই,

দুঃখগুলো ভুলে গিয়ে তবে, বসন্তের বাশিঁ বাজাই।

বসন্তের ফুল ফুটক হৃদয়ে সুরের বাজনা বাজুক,

লাজুক লতায়, প্রিয়ার পায়ে রক্ত করবী সাজুক ।

৯৮৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top