বঁধু
এই লেখাটি ইতিমধ্যে 1706বার পড়া হয়েছে।
ও বঁধু পাব বলে কাছে তোমায়, ফুটেনি ফুল কলি মন বালুকায়,
আসবে আসবে বলে তুমি তাই,হয়ে ঊঠেনি কারো বসতি হেথায়।
ও বঁধু গোলাপিয়া উষ্ণ অধর দেখব ছুঁ ইব বলে, রাখিনি বাগানে শোভা গোলাপের ন্যায়,
পুস্ট ডাটার কদর করি ভেবে, তোমার আঙুল হাতে পায়।
শিশিরজল গায়ে মাখিনা ক তোমায় ভেবে, এই বুঝি চুল ছিটা জল দিলে গায়,
মাঝেমাঝে আলসে দেই ইচ্ছে করেই ভেবে,ডেকে দিবে তুমি এসে আলতো মায়ায়।
খঞ্জরী ঘুঙুর শুনিনা ভাবি নূপুরের ছন্দ কে যদি ভূলে যাই,
তোমার কোমল পায়ে নূপুরের কোমলতা ভাবনাতে পাই।
বঁধু প্রিয় লতা,মৌসুমি, শুকলা সেনের গান,কিবা এ বেলার সেরাকেও এক ঘেয়ে বলি,
শুধু তোমার এ ঘর ও ঘর করে গুনগুন সুর করে আধা সুর আধা মিলের টাই যেন শুনি।
বঁধু সেরা বাবুর্চি, রেস্টুরেন্ট কিবা থাইফুড খেয়েও বলি তুমি বঁধু সেরা,
বঁধু তুমি ছাড়া কিছুই ভালোনা যেন,সবকিছু এক ঘেয়ে তুমি বঁধু ছাড়া।
ইচ্ছে করেই বলি মাথা ব্যথা খুব,যাচ্ছেনা একটু ও স্থির রাখা,
ওতো তোমার ছোঁয়ার নেশা,কোমল হাতের দোলে খেজুরের পাখা।
বঁধু কি আঁকিলে চোখে সেকি চাঁদের প্রেম জাগা রাত নাকি তারাদের দেশ,
এই ফুল শাখ,কলরব আবেগী কল্লোল বঁধু তোমার জন্য সব, শুন্য করোনা শুধু মোর বাহুদ্বেশ।
১,৬৬৬ বার পড়া হয়েছে
বধু প্ৰিয়লতা কি অসাধাৱন ছন্দ সাঁজিয়েছেন আপনাৱ কবিতাৱ বা খুব ভাল লাগলো
Bondhur bhabnay jibon uthe gore
bhaloi laglo
আহা বধূ তোমায় নিয়ে এত কল্পনা , তুমি পাশে থাকলে কি যে হত।
বঁধূ কাব্য দারুন লাগল
বধু আপনার পাশেই থাকুক সারাজীবন
শুভকামনা সতত
খঞ্জরী ঘুঙুর শুনিনা ভাবি নূপুরের ছন্দ কে যদি ভূলে যাই,
তোমার কোমল পায়ে নূপুরের কোমলতা ভাবনাতে পাই।
অপূর্ব , অনন্যসাধারণ , ভালো থাকবেন।
অসাধারণ
মুগ্ধকর
ভাল লিখা
চমৎকার