Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বঁধু

লিখেছেন: এম আর মিজান | তারিখ: ১৩/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1706বার পড়া হয়েছে।

ও বঁধু পাব বলে কাছে তোমায়, ফুটেনি ফুল কলি মন বালুকায়,
আসবে আসবে বলে তুমি তাই,হয়ে ঊঠেনি কারো বসতি হেথায়।

ও বঁধু গোলাপিয়া উষ্ণ অধর দেখব ছুঁ ইব বলে, রাখিনি বাগানে শোভা গোলাপের ন্যায়,
পুস্ট ডাটার কদর করি ভেবে, তোমার আঙুল হাতে পায়।

শিশিরজল গায়ে মাখিনা ক তোমায় ভেবে, এই বুঝি চুল ছিটা জল দিলে গায়,
মাঝেমাঝে আলসে দেই ইচ্ছে করেই ভেবে,ডেকে দিবে তুমি এসে আলতো মায়ায়।

খঞ্জরী ঘুঙুর শুনিনা ভাবি নূপুরের ছন্দ কে যদি ভূলে যাই,
তোমার কোমল পায়ে নূপুরের কোমলতা ভাবনাতে পাই।

বঁধু প্রিয় লতা,মৌসুমি, শুকলা সেনের গান,কিবা এ বেলার সেরাকেও এক ঘেয়ে বলি,
শুধু তোমার এ ঘর ও ঘর করে গুনগুন সুর করে আধা সুর আধা মিলের টাই যেন শুনি।

বঁধু সেরা বাবুর্চি, রেস্টুরেন্ট কিবা থাইফুড খেয়েও বলি তুমি বঁধু সেরা,
বঁধু তুমি ছাড়া কিছুই ভালোনা যেন,সবকিছু এক ঘেয়ে তুমি বঁধু ছাড়া।

ইচ্ছে করেই বলি মাথা ব্যথা খুব,যাচ্ছেনা একটু ও স্থির রাখা,
ওতো তোমার ছোঁয়ার নেশা,কোমল হাতের দোলে খেজুরের পাখা।

বঁধু কি আঁকিলে চোখে সেকি চাঁদের প্রেম জাগা রাত নাকি তারাদের দেশ,
এই ফুল শাখ,কলরব আবেগী কল্লোল বঁধু তোমার জন্য সব, শুন্য করোনা শুধু মোর বাহুদ্বেশ।

১,৬৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এম আর মিজান।শরীয়তপুর জেলার নড়িয়া থানায় জন্ম।১৯৮৯ সালের ০৫ ই ফেব্রুয়ারি। লেখালেখিতে হাতে খড়ি ক্লাস সেভেন থেকে।আশাহত হওয়াতে ছোট বেলার কোন লেখাই অবশিষ্ট নেই।গান লিখাই ছিল প্রধান। গাইতে চাইতাম, সুযোগ হয়ে ওঠেনি। বিভিন্ন নাট্যদল ছিল প্রিয় সংগ।মনের তাড়নায় লিখি।প্রিয় স্থান :বরিশাল। প্রিয় সৃতি:জান্নাতুল ফেরদৌস। দু:খময় সৃতি:জান্নাতুল ফেরদৌস। প্রিয় ডাক:নানুর নিঝু ডাক।প্রিয় বন্ধু:আতিকুর রহমান। প্রিয় উক্তি:নিজের"পৃথিবীর সবাই তোমাকে কোন না কোন কারনেই ভালো বাসে,তুমিই তোমাকে কারনে অকারনে বোঝ এবং ভালো বাস।প্রিয় প্রত্যাশা :মৃত্যুর অপেক্ষা....
সর্বমোট পোস্ট: ৫৭ টি
সর্বমোট মন্তব্য: ২৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১২ ১৪:০৬:৩১ মিনিটে
banner

৭ টি মন্তব্য

  1. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    বধু প্ৰিয়লতা কি অসাধাৱন ছন্দ সাঁজিয়েছেন আপনাৱ কবিতাৱ বা খুব ভাল লাগলো

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    Bondhur bhabnay jibon uthe gore
    bhaloi laglo

  3. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    আহা বধূ তোমায় নিয়ে এত কল্পনা , তুমি পাশে থাকলে কি যে হত।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    বঁধূ কাব্য দারুন লাগল
    বধু আপনার পাশেই থাকুক সারাজীবন
    শুভকামনা সতত

  5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    খঞ্জরী ঘুঙুর শুনিনা ভাবি নূপুরের ছন্দ কে যদি ভূলে যাই,
    তোমার কোমল পায়ে নূপুরের কোমলতা ভাবনাতে পাই।

    অপূর্ব , অনন্যসাধারণ , ভালো থাকবেন।

  6. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    অসাধারণ

  7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    মুগ্ধকর

    ভাল লিখা

    চমৎকার

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top