Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“বন্ধু” তোমার সনে

লিখেছেন: তওহীদুল ইসলাম ভুঁইয়া | তারিখ: ২৩/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1605বার পড়া হয়েছে।

বন্ধন ছিন্ন আলোক ছুটে
রুদ্ধ দ্বারের পানে
আলোক বিহীন বন্ধন জুটে
“বন্ধু” তোমার সনে।
বন্ধন বন্ধু’র আর আলোর নেশা ছুটে বহুদুর
লইবে সঙ্গ বন্ধু’র প্রাণের হাসি যাও যতদূর,
বিজন বাতায়ন পাশে
“বন্ধু” তুমি আছ মোর নিশি-দিনের আশে।
আমার তোর বন্ধু দিবস এক দিনের নয়
বিপুল আনন্দধারা যেন আজীবন তোর মাঝেই বয়।

১,৬৫৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪৭ টি
সর্বমোট মন্তব্য: ৪৪৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৯ ০৬:৩৮:৪৯ মিনিটে
Visit তওহীদুল ইসলাম ভুঁইয়া Website.
banner

৭ টি মন্তব্য

  1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    “বন্ধু” তুমি আছ মোর নিশি-দিনের আশে।
    আমার তোর বন্ধু দিবস এক দিনের নয়
    বিপুল আনন্দধারা যেন আজীবন তোর মাঝেই
    বয়।
    ভাল লাগল , ধন্যবাদ কবি ।

  2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    লিখে যান । শুভেচ্ছা রইল । ভাল থাকুন ।

  3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    সুন্দর হয়েছে।

  4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    বন্ধুর ওপরে লেখা সুন্দর কবিতা।ভাল লেগেছে।

  5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভাল।

  6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    আমার তোর বন্ধু দিবস এক দিনের নয়
    বিপুল আনন্দধারা যেন আজীবন তোর মাঝেই বয়।
    ভাল বলেছেন। বন্ধু চিরদিনের সুখ দুঃখের সাথী হোক।

  7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো পড়ে দেখে
    ভাল ভাবনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top